ত্রাণ অনিয়ম নিয়ন্ত্রণে আছে: এলজিআরডি মন্ত্রী
ত্রাণ নিয়ে দুর্নীতি করা জনপ্রতিনিধিদের বিরুদ্ধে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়ায় অনিয়ম এখন নিয়ন্ত্রণে আছে বলে দাবি করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় (এলজিআরডি) মন্ত্রী মো. তাজুল ইসলাম।
রোববার (২৬ এপ্রিল) দুপুরে সচিবালয়ে নিজ দফতরে সাংবাদিকদের ব্রিফিংকালে তিনি এসব কথা বলেন।
স্থানীয় সরকার মন্ত্রী বলেন, ত্রাণ নিয়ে যেখানেই কোনো রকম দুর্নীতির খবর আমরা পেয়েছি তাৎক্ষণিকভাবে ব্যবস্থা নিয়েছি। এখানে সীমিত সংখ্যক লোক জড়িত হয়েছে। গুরুত্ব দিয়ে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়ায় আমি মনে করি বিষয়টি নিয়ন্ত্রণে এসেছে।
ডেঙ্গুর মৌসুম নিয়ে এক প্রশ্নে মন্ত্রী প্রত্যেকের বাগান, ফ্রিজ, এসিসহ জমে থাকা পানি পরিষ্কার রাখার তাগিদ দেন। তিনি বলেন, করোনার কারণে এখন যেহেতু আমরা বেশিরভাগ বাসায় থাকি তাই যদি আমরা সবকিছু পরিষ্কার-পরিছন্ন করে ফেলি, তাহলে এডিস মশাকে নিয়ন্ত্রণ করতে পারব। এ বিষয়ে আমরা সবাই সতর্ক হলেই এটি নিয়ন্ত্রণ করতে পারব।