১৩ মার্চ ২০২০, ১১:৩০

সব কলেজে কারিগরি ট্রেড চালুর নির্দেশ

  © ফাইল ফটো

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সব কলেজে কারিগরি ট্রেড কোর্স চালুর নির্দেশ দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। কলেজগুলোতে এ কোর্স নির্বিঘ্নে পরিচালনা করতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে জাতীয় বিশ্ববিদ্যালয়কে চিঠি দিয়েছে মন্ত্রণালয়।

শিক্ষা মন্ত্রণালয়ের চিঠি পাওয়ার বিষয়টি শুক্রবার (১৩ মার্চ) দ্যা ডেইলি ক্যাম্পাসকে নিশ্চিত করেছেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হারুন অর রশিদ।

উপাচার্য হারুন অর রশিদ বলেন, আমরা মন্ত্রণালয়ের চিঠি পেয়েছি। এই বিষয়ে সরকারের সাথে আমার আগেই কথা হয়েছে। আমাদের একাডেমিক কাউন্সিল ও সিন্ডিকেট সভার মিটিংয়ে সবার সাথে আলোচনা করা হবে। কীভাবে এবং কোন কোন বিষয়ের উপর কোর্স চালু করা যেতে পারে সে বিষয়ে আলোচনা করে সিদ্ধান্ত নেয়া হবে।

উপাচার্য হারুন অর রশিদ আরও বলেন, শিক্ষার্থীদের কর্মমুখী করে তুলতে সরকার কারিগরি শিক্ষাকে উৎসাহ দিতে চায়। আমরাও চাই কারিগরি শিক্ষা আরও এগিয়ে যাক। জাতীয় বিশ্ববিদ্যালয়ের আওতায় কারিগরি শিক্ষাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমরা এটিকে সর্বোচ্চ গুরুত্ব দেব।

প্রসঙ্গত অধিভুক্ত সব কলেজগুলোতে জরুরিভিত্তিতে কারিগরি ট্রেড কোর্স চালু করার প্রয়োজনীয় পদক্ষেপ নিতে গত ১০ মার্চ জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বরাবর চিঠি দেয় শিক্ষা মন্ত্রণালয়। একই সাথে ট্রেড কোর্স চালু থাকা কলেজগুলোতে এ কোর্স নির্বিঘ্নে পরিচালনায় প্রয়োজনীয় নির্দেশনা ও সহযোগিতা করতে বলা হয়।