২৮ ফেব্রুয়ারি ২০২০, ১৭:০৪

ঢাবি-বুয়েটসহ ৫ বিশ্ববিদ্যালয়ের সঙ্গে বসবে শিক্ষা মন্ত্রণালয়

ঢাবি-বুয়েটসহ ৫ বিশ্ববিদ্যালয়ের সঙ্গে  © টিডিসি ফটো

পাবলিক বিশ্ববিদ্যালয়ে সমন্বিত বা গুচ্ছ পদ্ধতিতে ভর্তি পরীক্ষায় না আসা ঢাকা বিশ্ববিদ্যালয়-বুয়েটসহ ৫টি বিশ্ববিদ্যালয়ের উপাচার্যদের সাথে বসবে শিক্ষা মন্ত্রণালয়। শুক্রবার দুপুর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে সাংবাদিকদের এ তথ্য জানান  শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।

সাইন্সল্যাবে ঢাকা ও সিটি কলেজের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের ঘটনায় আহত ঢাকা কলেজের দুই শিক্ষার্থীকে দেখতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে দেখতে যান শিক্ষামন্ত্রী। এসময় আহত শিক্ষার্থীদের চিকিৎসার খোঁজখবর নেন তিনি।

পরে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেন, সমন্বিত ভর্তি পরীক্ষায় অধিকাংশ বিশ্ববিদ্যালয় এগিয়ে এসেছে। তবে যে ৪/৫টি বিশ্ববিদ্যালয় এখনও মনে করছে তারা আলাদা আলাদা করবেন আমরা তাদের সঙ্গে আবারও বসবো।

তিনি বলেন, শিক্ষার্থীদের বৃহত্তর স্বার্থ এবং আর্থিকভাবে অস্বচ্চল অভিভাবকদের কথা আমাদের ভাবতে হবে। ঢাবি-বুয়েটসহ ৫টি বিশ্ববিদ্যালয় এ পদ্বতিতে না আসা প্রসঙ্গে তিনি বলেন, তারা শুধু তাদের বিশ্ববিদ্যালয়ের ইগো নিয়ে বসে থাকলে হবে না। তারা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা আলাদা নিবে।

এ পদ্বতিতে আসলে বিশ্ববিদ্যালয়ে স্বায়ত্বশাসনের খর্ব হবে-প্রশ্নে জবাবে মন্ত্রী বলেন, সব কিছুতে কেন স্বায়ত্বশাসনের প্রশ্ন? এখানে স্বায়ত্বশাসনের সঙ্গে সমস্যাটি কি? কেউ তাদের শাসনক্ষমতা কেড়ে নিচ্ছে না। এখানেতো তারা নিজেরাই একসঙ্গে হয়ে শিক্ষার্থী ও তাদের অভিভাবকদের স্বার্থে এ কাজটি করছে। যেন সকল শিক্ষার্থী বৈষম্যহীনভাবে এ পরীক্ষায় অংশ নিয়ে এবং সবাই যেন বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ পায়।

তিনি বলেন, এ অধিকারটুকু শিক্ষার্থীদের দেওয়ার জন্য কি তাদের দায়িত্ব নেই? সেখানে স্বায়ত্বশাসন যদি বাধা হয়ে দাঁড়ায়, তাহলে সেই স্বায়ত্বশাসন নিয়েও তাদের ভাবা উচিত।