৩০ ডিসেম্বর ২০১৯, ১৩:৫১

নতুন শিক্ষা সচিব মাহবুব হোসেন

  © টিডিসি ফটো

শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগে নতুন সচিব হিসেবে নিয়োগ পেয়েছেন মো. মাহবুব হোসেন। সোমবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এক প্রজ্ঞাপন জারি করা হয়। এর আগে স্থানীয় সরকার বিভাগের সংযুক্ত অতিরিক্ত সচিব হিসেবে দায়িত্ব পালন করেন মাহবুব।

এদিকে, আগামীকাল মঙ্গলবার (৩১ ডিসেম্বর) থেকে বর্তমান মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সিনিয়র সচিব মো. সোহরাব হোসাইন অবসরোত্তর ছুটিতে যাচ্ছেন। ফলে তার স্থলে নিয়োগ পেলেন অতিরিক্ত সচিব মো. মাহবুব হোসেন।