১৭ জুন ২০১৯, ০৭:২৬

পাবলিক পরীক্ষায় পাস নম্বর ৩৩ থাকছে না

  © ফাইল ফটো

পাবলিক পরীক্ষায় পাসের ন্যুনতম নম্বর বাড়ছে। প্রতি বিষয়ে ১০০ নম্বরের পরীক্ষায় পাস নম্বর ৩৩ থেকে বাড়িয়ে ৪০ নির্ধারণের উদ্যোগ নিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। বিষয়টি নিশ্চিত করে মন্ত্রণালয়ের একজন জ্যেষ্ঠ  কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেন, অনেক দিন থেকেই এ বিষয়ে আলোচনা চলছে। উদ্যোগটি পুরনো। তবে এ প্রক্রিয়ায় বেশ অগ্রগতি হয়েছে।  

তিনি আরো বলেন, গ্রেড পদ্ধতি চালু হওয়ার পর পাবলিক পরীক্ষায় পাসের হার বাড়ছে। পাশাপাশি নতুন এই ব্যবস্থায় উত্তরপত্রে শিক্ষকদের নম্বর দেওয়ার প্রবণতায় আগের থেকে বেড়েছে। পরীক্ষার্থীরা এখন পরীক্ষায় আগের থেকে বেশি নম্বর পাচ্ছে। এসব বিষয় মাথায় রেখে পরীক্ষায় পাস নম্বর ৪০ করার চিন্তা-ভাবনা করা হচ্ছে। এছাড়া পৃথিবীর বহু উন্নত দেশে পাস নম্বর ৪০ নির্ধারিত রয়েছে।

এসএসসি, এইচএসসি, জেএসসি ও প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় পাসের হার প্রতি বছরই বাড়ছে। শিক্ষাসংশ্লিষ্ট ব্যক্তিরা অভিযোগ করে আসছেন, পাসের হার ও জিপিএ-৫ বাড়লেও শিক্ষার মান সেই অর্থে বাড়ছে না।