প্রধান শিক্ষকের পদ শূন্য হলে যা করতে হবে, জানাল মন্ত্রণালয়
জাতীয়করণকৃত সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সহকারী প্রধান শিক্ষকের পদ শূন্য হলে এই দায়িত্ব প্যাটার্নভুক্ত সহকারী শিক্ষকদের মধ্যে জ্যেষ্ঠ শিক্ষককে দেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে।
সম্প্রতি শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সরকারি মাধ্যমিক-১ শাখা থেকে এ সংক্রান্ত নির্দেশনা জারি করা হয়েছে। এতে স্বাক্ষর করেছেন উপসচিব সাবিনা ইয়াসমিন।
নির্দেশনায় বলা হয়েছে, ‘সহকারী শিক্ষক (টেকনিক্যাল) পদটি সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের মূল অংশের প্যাটার্নভুক্ত পদ নয়। এ কারণে সদ্য জাতীয়করণকৃত সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক ও সহকারী প্রধান শিক্ষকের পদ শূন্য হলে সংশ্লিষ্ট সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের মূল অংশের প্যাটার্নভুক্ত সহকারী শিক্ষকগণের মধ্যে জ্যেষ্ঠ সহকারী শিক্ষক-কে প্রধান শিক্ষক/সহকারী প্রধান শিক্ষক এর আর্থিক ক্ষমতা প্রদানের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।’