২৫ জানুয়ারি ২০২৬, ২০:০২

সরকারি হচ্ছে আরও একটি স্কুল

সরকারি লোগো  © ফাইল ছবি

নরসিংদীর রায়পুরা উপজেলার সেরাজনগর মুনছর আলী পাইলট মডেল উচ্চ বিদ্যালয়টি সরকারিকরণে সম্মতি দিয়েছে অর্থ মন্ত্রণালয়। রবিবার (২৫ জানুয়ারি) মন্ত্রণালয়ের উপসচিব মোহাম্মদ ইছমত উল্লাহ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ সম্মতি দেওয়া হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘নরসিংদী জেলার রায়পুরা উপজেলাধীন “সেরাজনগর মুনছর আলী পাইলট মডেল উচ্চ বিদ্যালয়” টি সরকারিকরণে নিম্নোক্ত শর্তে অর্থ বিভাগের সম্মতি নির্দেশক্রমে জ্ঞাপন করা হলো।’

শর্তাবলি
প্রধান উপদেষ্টার নির্দেশনা অনুযায়ী সরকারিকরণের জন্য শিক্ষা প্রতিষ্ঠানের নাম নির্বাচন চূড়ান্ত করতে হবে; অর্থ বিভাগের সম্মতি জ্ঞাপনের পর সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠান সরকারিকরণের বিষয়ে আদালতে মামলা দায়ের হলে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের মতামত গ্রহণপূর্বক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে হবে এবং সেরাজনগর মুনছর আলী পাইলট মডেল উচ্চ বিদ্যালয়টি সরকারিকরণে প্রধান উপদেষ্টার সদয় সম্মতি গ্রহণ করতে হবে।