২৫ ডিসেম্বর ২০২৫, ১৪:৪৭

সরকারি না হওয়ায় দুই কলেজের নাম পরিবর্তন 

শিক্ষা মন্ত্রণালয়  © ফাইল ফটো

সরকারীকরণ প্রক্রিয়া সম্পন্ন না হওয়ায় পঞ্চগড় ও রাজশাহীর দুটি কলেজের নাম পরিবর্তন করা হয়েছে। মঙ্গলবার (২৩ ডিসেম্বর) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে। 

প্রজ্ঞাপনে জানানো হয়েছে, পঞ্চগড় বোদার বঙ্গবন্ধু মুজিব ইন্দিরা সরকারি মহাবিদ্যালয়ের পরিবর্তিত নাম ‘কাজলদিঘী কালিয়াগঞ্জ সরকারি কলেজ’ এবং রাজশাহীর ‘সরকারি বঙ্গবন্ধু কলেজের পরিবর্তিত নাম ‘পদ্মা সরকারি কলেজ’ করা হয়। 

এতে আরও বলা হয়, তবে কলেজগুলোর সরকারীকরণ প্রক্রিয়া সম্পন্ন না হওয়ায় 'সরকারি' শব্দটি বাদ দিয়ে কলেজ দুইটির নাম সংশোধন করা হয়েছে। সংশোধিত নামগুলো যথাক্রমে কাজলদিঘী কালিয়াগঞ্জ কলেজ ও পদ্মা কলেজ।