৭ম গণবিজ্ঞপ্তি প্রকাশের অনুমতি নিয়ে যা বলছে শিক্ষা মন্ত্রণালয়
বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে ৭ম গণবিজ্ঞপ্তির মাধ্যমে ৭২ হাজার শিক্ষক নিয়োগের অনুমতি চেয়ে শিক্ষা মন্ত্রণালয়ে চিঠি দেওয়া হয়েছে। গত সপ্তাহে এ সংক্রান্ত চিঠি পাঠানো হলেও এখনো তা অনুমোদন করেনি মন্ত্রণালয়।
সোমবার (১৫ ডিসেম্বর) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের একটি সূত্র দ্য ডেইলি ক্যাম্পাসকে জানিয়েছে, বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) গণবিজ্ঞপ্তি সংক্রান্ত চিঠি এখনো উপসচিব, যুগ্মসচিব বা অতিরিক্ত সচিব পর্যায়ে আসেনি। চিঠি সচিবের দপ্তরে থাকলে তা এখনো অনুমোদন হয়নি। সচিবের অনুমোদনের পর তা এনটিআরসিএকে ডি নথিতেই পাঠানো হবে।
জানতে চাইলে মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের উপসচিব (বেসরকারি মাধ্যমিক-২) হুরে জান্নাত দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, ‘এনটিআরসিএর কোনো চিঠি এখনো আমার দপ্তরে আসেনি।’
নাম অপ্রকাশিত রাখার শর্তে মন্ত্রণালয়ের এক কর্মকর্তা বলেন, ‘৭ম গণবিজ্ঞিপ্তি প্রকাশের অনুমতি এখনো মেলেনি। মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব রেহানা পারভীন এখনো এ সংক্রান্ত ফাইলে স্বাক্ষর করেননি। তিনি স্বাক্ষর করার পর এটি ডাউন হয়ে পর্যায়ক্রয়ে উপসচিবের কাছে যাবে। চলতি সপ্তাহে এ সংক্রান্ত ফাইল অনুমোদন হতে পারে।’
এর আগে গত বুধবার (১০ ডিসেম্বর) সকালে এনটিআরসিএ চেয়ারম্যান মো. আমিনুল ইসলাম দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেছিলেন, ‘সপ্তম গণবিজ্ঞপ্তি প্রকাশের সব প্রস্তুতি প্রায় সম্পন্ন হয়েছে। সংশ্লিষ্ট দপ্তর এবং শিক্ষা মন্ত্রণালয়ের অনুমোদন প্রয়োজন। এই দুইটি কাজ সম্পন্ন হলে আমরা গণবিজ্ঞপ্তি প্রকাশ করব। আশা করছি খুব দ্রুত সময়ের মধ্যে এ বিজ্ঞপ্তি প্রকাশ করা সম্ভব হবে।’
জানা গেছে, বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে সপ্তম গণবিজ্ঞপ্তি প্রকাশের লক্ষ্যে শূন্য পদের তথ্য সংগ্রহ করেছে এনটিআরসিএ। এ গণবিজ্ঞপ্তির জন্য ৭২ হাজার শূন্য পদের তথ্য পাওয়া গেছে। এর মধ্যে স্কুল-কলেজে ৩০ হাজার ২৭৯টি শূন্য পদের তথ্য পাওয়া গেছে। মাদ্রাসায় ৪০ হাজার ৮৩৮ এবং কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানে ৮৯১টি পদের তথ্য পাওয়া গেছে।