০৮ ডিসেম্বর ২০২৫, ০৫:৫৮

এমপিও নীতিমালায় অন্তর্ভুক্ত হচ্ছেন অনার্স-মাস্টার্স শিক্ষকরা

শিক্ষা মন্ত্রণালয়ে লোগো   © সংগৃহীত

স্নাতক (সম্মান) ও স্নাতকোত্তর পর্যায়ের শিক্ষকদের এমপিওভুক্তির সুযোগ রাখা এবং শিক্ষাপ্রতিষ্ঠান এমপিওভুক্তির সূচকে পরিবর্তনসহ একাধিক সংশোধন এনে বেসরকারি স্কুল ও কলেজের জন্য নতুন এমপিও নীতিমালা প্রকাশ করেছে শিক্ষা মন্ত্রণালয়।

রবিবার (৭ ডিসেম্বর) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের ওয়েবসাইটে প্রকাশিত জনবল কাঠামো ও এমপিও নীতিমালা-২০২৫ এ নির্দেশনা অন্তর্ভুক্ত করা হয়েছে।

নতুন নীতিমালায় স্নাতক (সম্মান) ও স্নাতকোত্তরের শিক্ষকদের এমপিওভুক্তির সুযোগ দিয়ে প্যাটার্নভুক্ত করার কথা তুলে ধরে মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের বেসরকারি মাধ্যমিক অধিশাখার উপসচিব সাইয়েদ এ জেড মোরশেদ আলী গণমাধ্যমকে বলেন, এমপিওভুক্ত যে কলেজগুলো অনার্স পড়ায় তারা আগেই ডিগ্রি বা স্নাতক (পাস) স্তরে এমপিও পেত, তারা ‘অনার্স’ স্তরে এখন এমপিওভুক্তির সুযোগ পাবে। এছাড়া বিভিন্ন সময় জারি করা আগের নীতিমালার সংশোধনী ও স্পষ্টিকরণগুলো নতুন নীতিমালায় অন্তর্ভুক্ত করার কথা।

এছাড়াও নীতিমালার ১৮ ধারায় বেতন-ভাতাদি'র সরকারি অংশ স্থগিত, কর্তন, বাতিলকরণ ও পুনঃছাড়করণ বিষয়ে বলা হয়েছে, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ, শিক্ষা মন্ত্রণালয় নিম্নোক্ত কারণে কোনো বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের বেতন- ভাতাদি’র সরকারি অংশের বরাদ্দ সাময়িক বন্ধ, আংশিক বা সম্পূর্ণ কর্তন কিংবা বাতিল করতে পারবে। 

শিক্ষক-কর্মচারী নিয়োগ সংক্রান্ত অনিয়ম/বেতন-ভাতাদির সরকারি অংশ উত্তোলনে অনিয়ম/অনুচ্ছেদ ১৮.১ এ বর্ণিত অনিয়মের জন্য সংশ্লিষ্ট শিক্ষক/কর্মচারী/প্রতিষ্ঠান প্রধানের সরকারি অংশের বেতন-ভাতাদি/প্রাতিষ্ঠানিক এমপিও কোড মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর/মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ সাময়িক স্থগিত করতে পারবে। এ বিষয়ে পদক্ষেপ নেয়ার পর মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর দায়ী সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটি/গভর্নিংবডির সভাপতির নামসহ শিক্ষা মন্ত্রণালয়ে বিস্তারিত প্রতিবেদন প্রেরণ করবে। মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের সিদ্ধান্ত পুনর্বিবেচনার জন্য সংক্ষুব্ধ শিক্ষা প্রতিষ্ঠান/শিক্ষক/কর্মচারী/পরিচালনা কমিটির সভাপতি মন্ত্রণালয়ে আপিল করতে পারবে।’