‘সত্যায়ন’ পাওয়া কলেজ থেকে বিএড করা শিক্ষকরা স্কেল পাবেন
জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত যে সকল কলেজ বিএড ডিগ্রি দিচ্ছে তাদের মান যাচাই করা হচ্ছে। এ প্রক্রিয়া শেষে মানদণ্ডে উতরে যাওয়া কলেজগুলোকে সত্যায়ন দেবে কর্তৃপক্ষ। সত্যায়ন পাওয়া কলেজ থেকে বিএড ডিগ্রি নেওয়া শিক্ষকরা বিএড স্কেল পাবেন।
মঙ্গলবার (৪ নভেম্বর) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সভাকক্ষে এমপিও নীতিমালা-২০২১ সংশোধনী সংক্রান্ত সভায় এ সংক্রান্ত আলোচনা হয়েছে। সভায় বিভাগের সচিব রেহানা পারভীন সভাপতিত্ব করেন।
সভায় উপস্থিত শিক্ষা মন্ত্রণালয়ের এক কর্মকর্তা দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, ‘বিএড নিয়ে আলোচনা হয়েছে। জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ৭৩টি কলেজ পরিদর্শন করছেন। এ কার্যক্রম শেষ হলে তারা একটি তালিকা দেবে। ওই তালিকায় জায়গা পাওয়া কলেজ থেকে বিএড ডিগ্রি নেওয়া শিক্ষকরা বিএড স্কেল পাবেন।’
তালিকা প্রস্তুত করতে কতদিন লাগতে পারে এমন প্রশ্নের জবাবে ওই কর্মকর্তা আরও বলেন, ‘বিষয়টি নির্ভর করছে জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের উপর। তারা যত দ্রুত প্রতিবেদন দেবে, তত দ্রুত আমরা এ সংক্রান্ত নির্দেশনা জারি করতে পারব।’
জানা গেছে, জাতীয় বিশ্ববিদ্যালয়ের আওতাধীন ৯২টি কলেজের বিএড ডিগ্রির মান একই হলেও মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি) কেবলমাত্র ২৩টি কলেজ থেকে বিএড ডিগ্রি অর্জন করা প্রার্থীদের বিএড স্কেল দিয়ে থাকেন। এই কলেজগুলোর মান নিয়ে প্রশ্ন থাকলেও রিটের মাধ্যমে তারা বিএড ডিগ্রির বৈধতা পায়। এর ফলে অসংখ্য শিক্ষক বিএড ডিগ্রি অর্জন করেও স্কেলবঞ্চিত হচ্ছেন।
বিএড স্কেলবঞ্চিতদের অভিযোগ, আদালতে রিটের মাধ্যমে ২৩টি কলেজ একটি নির্দিষ্ট সময়সীমার মধ্যে বিএড ডিগ্রি দেওয়ার বৈধতা দেয়। তবে আদালতের রায়ের ভুল ব্যাখ্য দিয়ে শিক্ষা মন্ত্রণালয়ের এক কর্মকর্তা ২৩ কলেজের বাইরে বিএড স্কেল দেওয়া যাবে না মর্মে নোটিশ জারি করেন। রিট করা কলেজগুলো মোটা অঙ্কের অর্থের বিনিময়ে এমন নোটিশের ব্যবস্থা করেছেন ওই কর্মকর্তা বলে অভিযোগও করেছেন তারা।