০৭ সেপ্টেম্বর ২০২৫, ১৬:৫৬

 বদরুদ্দীন উমরের মৃ‌ত্যুতে শিক্ষা উপদেষ্টার শোক

শিক্ষা উপদেষ্টা ও বদরুদ্দীন উমর  © ফাইল ফটো

বিশিষ্ট লেখক ,বামপন্থী চিন্তাবিদ ও গণমানুষের মুক্তি আন্দোলনের অক্লান্ত সৈনিক বদরুদ্দীন উমরের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ড. সি.আর. আবরার।

রবিবার (৭ সেপ্টেম্বর) এক শোক বার্তায় শিক্ষা উপদেষ্টা বলেন, 'আমাদের ভাষা আন্দোলনসহ এই দেশের সকল গুরুত্বপূর্ণ রাজনৈতিক, সামাজিক এবং সাংস্কৃতিক অধ্যায়ের বস্তুনিষ্ঠ ইতিহাস রচনায় বদরুদ্দীন উমরের অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে। বাংলাদেশের রাজনৈতিক ও সামাজিক দ্বন্দ্বসমূহের যথার্থ উপলব্ধির ক্ষেত্রে তাঁর চিন্তা ও রচনাসমূহ আমাদের জন্য পাথেয় স্বরূপ। বদরুদ্দীন উমর শুধু তাত্ত্বিক আলোচনাতেই তাঁর কর্ম সীমাবদ্ধ রাখেননি, মানুষের মুক্তি সংগ্রামে তিনি সক্রিয়ভাবে অংশগ্রহণও করেছিলেন। বিগত স্বৈরাচারী সরকারের বিরুদ্ধে তাঁর নির্ভীক ও আপোষহীন ভূমিকার কথাও এই প্রসঙ্গে কৃতজ্ঞতার সঙ্গে এই দেশ ও জাতি স্মরণ করবে। জীবনের কোনো সুবিধাবাদী প্ররোচনা, প্রলোভন তাঁকে তাঁর আদর্শ থেকে বিচলিত বা লক্ষ্যভ্রষ্ট করতে পারেনি। তাঁর জীবন, চিন্তা ও কর্ম ছিল মানুষের মুক্তিসংগ্রামের জন্য নিবেদিত। বদরুদ্দীন উমরের প্রয়াণে জাতি এক প্রজ্ঞাবান ও দূরদৃষ্টিসম্পন্ন মনীষীকে হারাল।

শোকবার্তায় তিনি আরও বলেন, ‌এই মহান চিন্তক ও নিরলস সংগ্রামীর প্রতি আমি আমার গভীর শ্রদ্ধা নিবেদন করি। আমি তাঁর শোকসন্তপ্ত পবিবার ও তাঁর সহযোদ্ধাদের প্রতি গভীর সমবেদনা জানাই। আমি গভীরভাবে বিশ্বাস করি  বদরুদ্দীন উমর সবসময় আমাদের সকল ন্যায্য ও সংগ্রামের অনুপ্রেরণা হয়ে থাকবেন।