১৯ আগস্ট ২০২৫, ০৯:৩৭

শিক্ষাপ্রতিষ্ঠানে গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা শুরু ১৭ সেপ্টেম্বর

মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদফতর লোগো  © টিডিসি সম্পাদিত

দেশের সকল স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানে গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতার ৫২তম আসর শুরু হবে আগামী ১৭ সেপ্টেম্বর। ১৭-১৯ সেপ্টেম্বর প্রতিষ্ঠান পর্যায়ে প্রতিযোগিতার আয়োজন করা হবে। এছাড়া আগামী ২৩ থেকে ২৭ অক্টোবর পর্যন্ত চলবে জাতীয় পর্যায়ের প্রতিযোগিতা।

৬ আগস্ট জেলা শিক্ষা কর্মকর্তাদের এ সংক্রান্ত চিঠি পাঠিয়েছে শিক্ষা অধিদফতর। মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদফতর (মাউশি) এ সংক্রান্ত সূচি প্রকাশ করেছে।

চিঠিতে বলা হয়, আগামী ১৭-১৯ সেপ্টেম্বর পর্যন্ত প্রতিষ্ঠান পর্যায়ের প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। ২১-২৭ সেপ্টেম্বর উপজেলা পর্যায়ের, ৯-১৩ অক্টোবর জেলা পর্যায়ের, ১৫-১৭ অক্টোবর উপ-অঞ্চল পর্যায়ের, ১৯-২১ অক্টোবর অঞ্চল পর্যায়ের গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার ইভেন্ট অনুষ্ঠিত হবে। আর ২৩ থেকে ২৭ অক্টোবর জাতীয় পর্যায়ের প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে।

প্রতিযোগিতার বিস্তারিত তুলে ধরে বলা হয়, চলতি বছরের ক্রীড়া প্রতিযোগিতায় সাঁতার, ফুটবল, হ্যান্ডবল, কাবাডি, দাবা ইভেন্টে অংশ নিতে পারবে শিক্ষার্থীরা। ছাত্র ও ছাত্রীদের জন্য আলাদা ইভেন্ট আয়োজন করা হবে।

বিজ্ঞপ্তিতে প্রতিষ্ঠান, উপজেলা, জেলা, উপ-অঞ্চল ও অঞ্চল থেকে জাতীয় পর্যায় পর্যন্ত ৫২তম গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতার সূচি সব শিক্ষা বোর্ড ও মাঠ পর্যায়ের শিক্ষা কর্মকর্তাদের কাছে পাঠানো হয়েছে। উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাদের বিষয়টি স্কুল, কলেজ ও মাদ্রাসাগুলোকে জানাতে বলা হয়েছে।