১৬ এপ্রিল ২০১৯, ২০:১৭

অবসর ও কল্যাণ তহবিলে অতিরিক্ত ৪ শতাংশ কর্তনের প্রতিবাদ

  © লোগো

সম্প্রতি শিক্ষা মন্ত্রণালয় থেকে জারিকৃত আদেশে অবসর সুবিধা বোর্ড ও কল্যাণ ট্রাস্টে জন্য বেসরকারী শিক্ষক/কর্মচারীদের বেতন হতে বর্তমান প্রচলিত ৬ শতাংশের অতিরিক্ত আরও ৪ শতাংশ কর্তনের যে সিদ্ধান্ত জানানো হয়েছে, তার প্রতিবাদ করেন ও এই আদেশ অবিলম্বে বাতিলের জোর দাবি জানিয়েছে বাংলাদেশ বেসরকারী শিক্ষা প্রতিষ্ঠান কর্মচারী জাতীয় পরিষদ।

মঙ্গলবার পরিষদের সভাপতি মো. রফিকুল ইসলাম মন্টু এবং মহাসচিব মোহাম্মদ মোস্তফা ভূঁইয়াসহ অন্যান্য নেতৃবৃন্দ এক যুক্ত বিবৃতিতে এই প্রতিবাদ ও দাবি জানান।

বিবৃতিতে বলা হয়, যেখানে শুধু এমপিও’র সামান্য টাকায় শিক্ষক/কর্মচারীগণ তাদের স্বাভাবিক জীবন যাপন করতে অসমর্থ সেখানে অবসরপ্রাপ্ত শিক্ষক/কর্মচারীদের সুবিধা প্রদানের জন্য কর্মরত শিক্ষক/কর্মচারীদের বেতন হতে অতিরিক্ত ৪ শতাংশ কর্তন করে তাদের না খাইয়ে রাখার যে অভিনব প্রয়াস তা শিক্ষক/কর্মচারী সমাজ কোন ভাবেই মেনে নিবেনা। নেতৃবৃন্দ অনতিবিলম্বে এই অন্যায্য আদেশ প্রত্যাহার করার দাবি করেন। অন্যথায় শিক্ষক/কর্মচারী সমাজ গত বছরের মত আন্দোলনে নামতে বাধ্য হবে বলে জানান।