১৩ আগস্ট ২০২৫, ১৬:৪৪

শতাংশ হিসেবে বাড়ি ভাড়া চান শিক্ষকরা, যা বলছে মন্ত্রণালয়

জাতীয়করণ আন্দোলন  © টিডিসি ফটো

শতাংশ হিসেবে বাড়ি ভাতা দেওয়ার দাবি জানিয়েছেন এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণ প্রত্যাশী শিক্ষকরা। তারা বলছেন, মন্ত্রণালয় বাড়িভাড়া ভাতা দ্বিগুণ করা কথার বললেও টাকার অঙ্কে তা মাত্র এক হাজার টাকা। যা বর্তমান যুগে খুবই নগণ্য। তবে মন্ত্রণালয় জানিয়েছে, শিক্ষকদের সব দাবিই যৌক্তিক এবং আর্থিক সক্ষমতা অনুযায়ী তা বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হবে। 

আজ বুধবার (১৩ আগস্ট) দুপুরে শিক্ষা উপদেষ্টার সঙ্গে শিক্ষকদের বৈঠক শেষে সাংবাদিকদের সাথে কথা বলেছেন এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণ প্রত্যাশী জোটের সদস্য সচিব অধ্যক্ষ দেলাওয়ার হোসেন আজীজী। 

তিনি বলেন, প্রাথমিক ভাবে শতাংশ হিসেবে বাড়ি ভাড়া দেওয়ার দাবিটি শিক্ষা মন্ত্রণালয় মেনে নিয়েছে। এখন কত শতাংশ হারে দিবে সেটা আগামীদিনে আন্দোলন ও কুটনৈতিক তৎপরতার উপর নির্ভর করবে। তাই আমরা মেডিকেল ভাতা নিয়ে মন্ত্রণালয়কে চাপ প্রয়োগ করিনি। আমরা মূল ফেকাস দিয়েছি বাড়ি ভাতার উপরে। শ্রান্তি বিনোদন ভাতার দেওয়ার বিষয়ে আইনগত কি বিষয়ে রয়েছে সেই বিষয়ে মন্ত্রণালয় কাজ করবে বলেও জানান তিনি।

আরও পড়ুন: শিক্ষকদের বাড়িভাড়া ও চিকিৎসা ভাতা দ্বিগুণ হচ্ছে

দ্য ডেইলি ক্যাম্পাসের সাথে একান্ত সাক্ষাৎকারে শিক্ষা মন্ত্রণালয় একটি সূত্র জানিয়েছে, মন্ত্রণালয় বিষয়টিকে ইতিবাচক হিসেবে দেখছে। মন্ত্রণালয় বলছে, শিক্ষকদের প্রতিটি দাবিই যৌক্তিক। এই ভাতায় আসলেই এই যুগে চলা কষ্টসাধ্য। আমরা বিষয়টিকে মানবিক বিবেচনায় নিয়েছি, আমাদের আর্থিক সক্ষমতা যাচাই সহ বিষয়টি। শ্রান্তি বিনোদন ভাতার একটি আইনি কাঠামো দরকার। শিক্ষা মন্ত্রণালয় চাচ্ছে শিক্ষকদের দাবিগুলো যেন পূরণ হয়। শিক্ষকরা শীঘ্রই তাদের প্রস্তাবনা মন্ত্রণালয়ে জমা দিবে।

এদিকে জাতীয়করণের দাবিতে আন্দোলনরত শিক্ষকরা তাদের দাবি আদায়ে এক মাসের আল্টিমেটাম দিয়েছেন। সময় বেঁধে দেওয়া হয়েছে ১৪ সেপ্টেম্বর পর্যন্ত। এর মধ্যে দাবি না মানলে আগামী ১৫ সেপ্টেম্বর সারাদেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে পূর্ণ দিবস কর্মবিরতি হুমকিও দিয়েছেন তারা। বুধবার শিক্ষা উপদেষ্টার সঙ্গে বৈঠক শেষে এই ঘোষণা দেন শিক্ষকরা। 

জাতীয়করণ প্রত্যাশী জোটের সদস্যসচিব অধ্যক্ষ দেলোয়ার হোসেন আজীজী বলেন, তাদের দাবি যৌক্তিক। যা আদায়ে ৩০ দিনের সময় দেওয়া হয়েছে। এর মধ্যে দাবি মানা না হলে সর্বাত্মক আন্দোলনে যাবেন তারা। এ সময় ১৫ সেপ্টেম্বর এমপিওভুক্ত দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে পূর্ণাঙ্গ কর্মবিরতির হুঁশিয়ারি দেন তিনি।