এমপিও নীতিমালা পর্যালোচনায় সভা ডেকেছে মন্ত্রণালয়
বেসরকারি স্কুল-কলেজ জনবলকাঠামো ও এমপিও নীতিমালা পর্যালোচনায় সভা ডেকেছে শিক্ষা মন্ত্রণালয়। আগামী বুধবার (২ জুলাই) মন্ত্রণালয়ের সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হবে।
সম্প্রতি মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের উপসচিব সাইয়েদ এ জেড মোরশেদ আলী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে (স্কুল ও কলেজ) জনবলকাঠামো ও এমপিও নীতিমালা-২০২১ পর্যালোচনার নিমিত্তে এক সভা আগামী বুধবার দুপুর ২টা ৩০ মিনিটে সিনিয়র সচিব, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ, শিক্ষা মন্ত্রণালয়ের সভাপতিত্বে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সম্মেলন কক্ষে (কক্ষ নং-১৮১৫, ভবন-৬) অনুষ্ঠিত হবে। শিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা অধ্যাপক ড. চৌধুরী রফিকুল আবরার শিক্ষা প্রধান অতিথি হিসেবে সভায় উপস্থিত থাকবেন।’
সভায় কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের সচিব, অর্থ বিভাগের সচিব, জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, ইসলামী আরবী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, বাংলাদেশ শিক্ষাতথ্য ও পরিসংখ্যান ব্যুরোর (ব্যানবেইস) মহাপরিচালক, বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) চেয়ারম্যান, শিক্ষার তিন অধিদপ্তরের মহাপরিচালক, এনসিটিবির চেয়ারম্যান, ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যানসহ সংশ্লিষ্টদের উপস্থিত থাকতে বলা হয়েছে।