সরকারিকৃত কলেজ শিক্ষক-কর্মচারী আত্তীকরণ বিধিমালা সংশোধন
সরকারিকৃত কলেজের শিক্ষক ও কর্মচারীদের জন্য প্রণীত আত্তীকরণ বিধিমালায় সংশোধনী এনেছে সরকার। সংশোধিত বিধিমালা অনুযায়ী, সরকারি বেতন-কাঠামোতে অন্তর্ভুক্তির প্রক্রিয়ায় কিছু নতুন শর্ত ও ব্যাখ্যা সংযুক্ত করা হয়েছে, যা আগে স্পষ্ট ছিল না।
সম্প্রতি মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের উপসচিব মো. আব্দুল কুদ্দূস স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, “সরকারিকৃত কলেজ শিক্ষক ও কর্মচারী আত্তীকরণ বিধিমালা, ২০১৮” সংশোধনের নিমিত্ত খসড়া প্রজ্ঞাপন ও তুলনামূলক বিবরণী পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশক্রমে এতদসঙ্গে প্রেরণ করা হলো।
বিজ্ঞপ্তিতে যুক্ত করা প্রজ্ঞাপনে বলা হয়েছে, ‘‘এই বিধিমালা সরকারিকৃত কলেজ শিক্ষক ও কর্মচারী আত্তীকরণ বিধিমালা, ২০২৫ নামে অভিহিত হইবে। এই বিধিমালা জারির তারিখ বা তৎপরবর্তীতে সরকারিকৃত কলেজের ক্ষেত্রে প্রযোজ্য হইবে। এই বিধিমালা অবিলম্বে কার্যকর হইবে।’’
বিষয় বা প্রসঙ্গের পরিপন্থি কিছু না থাকলে, এই বিধিমালায়- “অস্থায়ীভাবে নিয়োগ” অর্থ বিধি ৫ এর অধীন অস্থায়ীভাবে নিয়োগ; “আত্তীকৃত শিক্ষক ও কর্মচারী” অর্থ বিধি ৭ এর অধীন চাকরি স্থায়ীকৃত শিক্ষক বা কর্মচারী; “কমিশন” অর্থ বাংলাদেশ সরকারী কর্ম কমিশন; “নিয়োগকারী কর্তৃপক্ষ” অর্থ স্থানান্তরিত পদে- (ক) শিক্ষক নিয়োগের ক্ষেত্রে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের রাষ্ট্রপতি; এবং(খ) কর্মচারী নিয়োগের ক্ষেত্রে কর্মচারীগণ জাতীয় বেতন স্কেল, ২০১৫ অনুযায়ী যেই গ্রেডের অন্তর্ভূক্ত সেই গ্রেডের জন্য জনপ্রশাসন মন্ত্রণালয় কর্তৃক জারিকৃত প্রজ্ঞাপন অনুসারে এতদুদ্দেশ্যে ক্ষমতাপ্রাপ্ত কোনো কর্মকর্তা।’’
প্রজ্ঞাপনে আরও বলা হয়, “নির্বাচিত বেসরকারি কলেজ” অর্থ সরকারিকরণের উদ্দেশ্যে সরকার কর্তৃক নির্বাচিত কোনো বেসরকারি কলেজ; “শিক্ষা ক্যাডার” অর্থ বাংলাদেশ সিভিল সার্ভিস (সাধারণ শিক্ষা) ক্যাডার; “সরকার” অর্থ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ; “সরকারিকৃত কলেজ” অর্থ এই বিধিমালা জারির তারিখে বা তৎপরবর্তীতে সরকার কর্তৃক, সরকারি গেজেটে প্রজ্ঞাপন দ্বারা, সরকারি হিসাবে ঘোষিত এমন কোনো নির্বাচিত বেসরকারি কলেজ, যাহার পরিচালনা পর্ষদ উক্ত কলেজ পরিচালনার কর্তৃত্বসহ উহার স্থাবর ও অস্থাবর সম্পত্তি সরকারের নির্দেশনা অনুসারে সরকারের অনুকূলে রেজিস্ট্রিকৃত দলিলমূলে হস্তান্তর করিয়াছে এবং সরকার কলেজটির দায়িত্ব গ্রহণ করিয়াছে; “সরকারিকৃত কলেজ শিক্ষক ও কর্মচারী” অর্থ কোনো সরকারিকৃত কলেজে অধ্যক্ষ, উপাধ্যক্ষ, সহকারী অধ্যাপক, প্রভাষক পদে কর্মরত এমন কোন শিক্ষক, শরীরচর্চা শিক্ষক, প্রদর্শক, গ্রন্থাগারিক, সহকারী গ্রন্থাগারিক বা অন্য কোনো পদে কর্মরত এমন কোনো কর্মচারী, যিনি মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর কর্তৃক নির্বাচিত বেসরকারি কলেজে নিয়োগের উপর নিষেধাজ্ঞা আরোপ করিবার তারিখের পূর্বে, বেসরকারি কলেজের জন্য প্রযোজ্য নিয়োগ সংক্রান্ত আদেশ, নির্দেশ বা নীতিমালার অধীন, নিয়োগপ্রাপ্ত হইয়া অব্যাহতভাবে উক্ত কলেজে কর্মরত আছেন; “স্থানান্তরিত পদ” অর্থ বিধি ৪ এর অধীন স্থানান্তরিত কোনো পদ’’ বলে অবহিত হবে।