০৪ জুন ২০২৫, ১৬:০৩
কলেজ শিক্ষকদের বদলি শুরু জুলাইয়ে: শিক্ষা উপদেষ্টা
শিক্ষা উপদেষ্টা সি আর আবরার বলেছেন, আগামী জুলাই মাস থেকে কলেজ শিক্ষকদের অনলাইনে বদলি প্রক্রিয়া শুরু হবে।
বুধবার (৪ জুন) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি।
শিক্ষা উপদেষ্টা বলেন, সামান্য ভুল নিয়েও শিক্ষার্থীদের হাতে বই তুলে দিতে আমার মন সায় দিচ্ছে না। যতটা সম্ভব নির্ভুল বই দিতে চাই। এজন্য আমরা কাজ করছি।
তিনি আরও বলেন, দেশে বেকার সমস্যা সমাধানে কারিগরি শিক্ষার ব্যাপক ভূমিকা রয়েছে। এ নিয়ে মন্ত্রণালয়ও নানা উদ্যোগ নিচ্ছে। আমরা চামড়া শিল্প, ওষুধ শিল্প, সিরামিক শিল্পসহ নানা খাতের শিল্প বিশেষজ্ঞ ও প্রতিনিধি নিয়েও আলাপ আলোচনা করেছি। আমরা মনে করি কারিগরি শিক্ষায় নারীদের অংশগ্রহণ সীমিত। বিষয়গুলো সমাধানে আমরা কাজ করবো।