পুলিশ ভেরিফিকেশন ম্যানেজিং কমিটির কাছে দেওয়া নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানাল মন্ত্রণালয়
বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে প্রবেশ পর্যায়ে শিক্ষক নিয়োগের পুলিশ ভেরিফিকেশন হয় বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ বা এনটিআরসিএর মাধ্যমে। তবে এ কাজ নিজেদের কাছে রাখতে চায় না সংস্থাটি। পুলিশ ভেরিফিকেশনের কার্যক্রম সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটির মাধ্যমে সম্পন্ন করার প্রস্তাব করেছে এনটিআরসিএ। বিষয়টি নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।
গতকাল রোববার মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সভাকক্ষে আয়োজিত সভায় এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়।
জানতে চাইলে মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের অতিরিক্ত সচিব (বেসরকারি মাধ্যমিক) মো. মিজানুর রহমান দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, ‘পুলিশ ভেরিফিকেশন কার্যক্রম ম্যানেজিং কমিটির হাতে দেওয়া হচ্ছে না। আগের মতোই এনটিআরসিএর মাধ্যমে এ কার্যক্রম সম্পন্ন হবে।’
এদিকে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) সুপারিশে নিয়োগ পাওয়া শিক্ষকদের পুলিশ ভেরিফিকেশনে পরিবর্তন আনতে যাচ্ছে অন্তর্বর্তী সরকার। দ্রুত ভেরিফিকেশন সম্পন্ন করতে এ পরিবর্তন আনা হচ্ছে বলে জানা গেছে।
জানতে চাইলে মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের অতিরিক্ত সচিব (বেসরকারি মাধ্যমিক) মো. মিজানুর রহমান দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, ‘পূর্বে পুলিশ ভেরিফিকেশন ফরম পূরণ করে এনটিআরসিএতে জমা দিতে হত। তবে নতুন নিয়ম অনুযায়ী অনলাইনে ফরম পূরণের পর এটি টেলিটকের মাধ্যমে সরাসরি এসবির কাছে চলে যাবে। পরবর্তীতে এসবি ভেরিফিকেশন সম্পন্ন করে প্রতিবেদন জমা দেবে।’
এ পরিবর্তনের কারণ জানতে চাইলে মন্ত্রণালয়ের এ কর্মকর্তা আরও জানান, পুলিশ ভেরিফিকেশনের কাজ সম্পন্ন করতে অনেক সময় লেগে যায়। এ সময় কমিয়ে আনতেই মূলত এ উদ্যোগ নেওয়া হয়েছে।