০২ জুন ২০২৫, ১৩:৪৬

৬ষ্ঠ শ্রেণির বইয়ের দরপত্র আহ্বান এনসিটিবির

এনসিটিবির লোগো  © সংগৃহীত

৬ষ্ঠ শ্রেণির বইয়ের দরপত্র আহ্বান করেছে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি)। গত ২৭ মে এনসিটিবির সচিব প্রফেসর মো. সাহতাব উদ্দিন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়। 

সকল সংশ্লিষ্ট দরপত্রদাতাদের অবহিত করা হচ্ছে যে, জাতীয় পাঠ্যক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি) কর্তৃক ২০২৬ শিক্ষাবর্ষের জন্য ষষ্ঠ শ্রেণীর পাঠ্যপুস্তক মুদ্রণ, বাঁধাই এবং সরবরাহ সংক্রান্ত ই-জিপি পোর্টাল (www.eprocure.gov.bd) এর মাধ্যমে নিম্নলিখিত দরপত্রগুলি প্রকাশ করা হয়েছে।

মে মাসের ২৭ তারিখ দরপত্র আহ্বান করা হয়েছে। আর আজ সোমবার (২ জুন) দুপুর ২টায় শেষ হচ্ছে জমা দেয়ার মেয়াদ। আগ্রহী দরদাতারা দরপত্রের বিস্তারিত তথ্য জানতে www.eprocure.gov.bd ওয়েবসাইটটি দেখতে পারেন। এটি একটি অনলাইন দরপত্র যেখানে জাতীয় ই-জিপি পোর্টালে শুধুমাত্র ই-টেন্ডার গ্রহণ করা হবে এবং কোনও অফলাইন/হার্ড কপি গ্রহণ করা হবে না। ই-টেন্ডার জমা দেওয়ার জন্য, আপনাকে www.eprocure.gov.bd ওয়েব পোর্টালটি দেখতে অনুরোধ করা হচ্ছে।