০১ জুন ২০২৫, ১৬:৫৬

শিক্ষক নিবন্ধন সনদ পাওয়া ৩৫ ঊর্ধ্বদের নিয়ে মন্ত্রণালয়ের সভা শুরু

শিক্ষা মন্ত্রণালয়ের সভাকক্ষ  © টিডিসি ছবি

শিক্ষক নিবন্ধনের সনদ অর্জন করা ৩৫ ঊর্ধ্বদের বিষয়ে সিদ্ধান্ত নিতে সভায় বসেছে শিক্ষা মন্ত্রণালয়। শিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র সচিবের সভাপতিত্বে এ সভা শুরু হয়েছে।

রবিবার (১ জুলাই) মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সভাকক্ষে এ সভা শুরু হয়। সভায় মাধ্যমিক ও উচ্চশিক্ষা  বিভাগের অতিরিক্ত সচিব মো. মিজানুর রহমান, যুগ্মসচিব হেলালুজ্জামান সরকার, বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) এর প্রতিনিধিসহ মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত রয়েছেন।

আরও পড়ুন: ছাত্রদল ও বাম সংগঠনগুলোর কাছে আসা: কৌশলগত বন্ধুত্ব নাকি স্ববিরোধী অবস্থান?

জানা গেছে, এনটিআরসিএর সনদ অর্জনকারী ১-১২তম এবং ১৭তম নিবন্ধনের ৩৫ ঊর্ধ্ব প্রার্থীরা গণবিজ্ঞপ্তিতে আবেদনের সুযোগ দেওয়ার দাবিতে দীর্ঘদিন ধরে আন্দোলন করছেন। সেই আন্দোলনের প্রেক্ষিতে নিবন্ধনধারীদের বিষয়ে সিদ্ধান্ত নিতে এ সভা ডাকা হয়েছে।

নাম অপ্রকাশিত রাখার শর্তে মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের এক কর্মকর্তা দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, ‘১৭তম নিবন্ধনধারীদের বিষয়টি মানবিকভাবে দেখা হচ্ছে। অন্যান্য নিবন্ধনধারীদের আবেদনের যৌক্তিকতা সার্বিক বিষয় বিবেচনা করে সবার মতামত নিয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।’