২৮ মে ২০২৫, ১৭:২০

৩৫ ঊর্ধ্বদের বিশেষ গণবিজ্ঞপ্তি নিয়ে যা জানাল শিক্ষা মন্ত্রণালয়

শিক্ষা মন্ত্রণালয়  © ফাইল ফটো

শিক্ষক নিবন্ধন পরীক্ষায় চূড়ান্তভাবে উত্তীর্ণ হয়েও বয়স সংক্রান্ত জটিলতায় গণবিজ্ঞপ্তিতে আবেদন করতে পারেননি ১৭তম শিক্ষক নিবন্ধনধারীরা। একইসঙ্গে নানা কারণে আবেদনের সুযোগবঞ্চিত হওয়ার দাবি করেছেন ১-১২তম নিবন্ধনধারীরা। তাদের জন্য বিশেষ গণবিজ্ঞপ্তি প্রকাশ করা হতে পারে। এ বিষয়ে সিদ্ধান্ত নিতে সভা ডেকেছে শিক্ষা মন্ত্রণালয়।

বিষয়টি নিশ্চিত করে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের অতিরিক্ত সচিব (বেসরকারি মাধ্যমিক) মিজানুর রহমান দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, ‘৩৫ ঊর্ধ্ব এবং সনদের মেয়াদ না থাকা প্রার্থীদের বিষয়ে আলোচনা করতে একটি সভা ডাকা হয়েছে। আগামী রোববার এ সভা অনুষ্ঠিত হবে। সভায় সিনিয়র সচিব সিদ্দিক জোবায়ের সভাপতিত্ব করবেন।’

৩৫ ঊর্ধ্ব এবং সনদের মেয়াদ শেষ হওয়া প্রার্থীদের মধ্যে কারা বিশেষ গণবিজ্ঞপ্তিতে আবেদনের সুযোগ পেতে যাচ্ছেন এমন প্রশ্নের জবাবে অতিরিক্ত সচিব আরও জানান, ‘এ বিষয়ে এখনই কিছু বলা সম্ভব হচ্ছে না। সভায় সবার মতামত নিয়ে পরবর্তীতে সিদ্ধান্ত নেওয়া হবে।’

শিক্ষা মন্ত্রণালয় এবং এনটিআরসিএ’র একাধিক সূত্র জানিয়েছে, ১-১২তম নিবন্ধনধারীদের সনদের মেয়াদ আজীবন সংক্রান্ত একটি রায় রিভিউয়ের জন্য আপিল বিভাগে রয়েছে। রিভিউয়ে রায় ১-১২তম নিবন্ধনধারীদের পক্ষে টিকে গেলে সনদের মেয়াদ আজীবন হবে একই সাথে নিবন্ধনে উত্তীর্ণ ৩৫ ঊর্ধ্ব প্রার্থীরা গণবিজ্ঞপ্তিতে আবেদনের সুযোগ এবং নিয়োগ সুপারিশ পাবেন। ফলে তখন বিশেষ গণবিজ্ঞপ্তি প্রকাশের মাধ্যমে তাদের নিয়োগ সুপারিশ করা হতে পারে।

নাম অপ্রকাশিত রাখার শর্তে শিক্ষা মন্ত্রণালয়ের এক কর্মকর্তা জানান, ‘১-১২তম নিবন্ধনধারীরা রিট করেছিলেন। তাদের রিটের বিষয়টি এনটিআরসিএ রিভিউ আবেদন করেছিল। রিভিউয়ে রায় ১-১২তম নিবন্ধনধারীদের পক্ষে থাকলে তাদের নিয়োগ দিতে হবে। কেননা তখন সনদের মেয়াদ আজীবন হয়ে যাবে। তবে রিভিউ এনটিআরসিএর পক্ষে আসলে তখন আর বিশেষ গণবিজ্ঞপ্তি প্রকাশ করতে পারবে না এনটিআরসিএ। তবে ১৭তম নিবন্ধনে উত্তীর্ণ ৩৫ ঊর্ধ্বদের বিষয়টি ইতিবাচক হিসেবে দেখা হচ্ছে। সভায় তাদের বিষয়ে একটি সিদ্ধান্ত আসতে পারে।’