ষষ্ঠ গণবিজ্ঞপ্তির আগে বদলি দাবি: শিক্ষকদের প্রতিনিধি দল মন্ত্রণালয়ে
বেসরকারি শিক্ষক নিয়োগের ষষ্ঠ গণবিজ্ঞপ্তি প্রকাশের আগে নীতিমালা অনুযায়ী বদলি বাস্তবায়নের দাবিতে প্রেসক্লাবের সামনে আন্দোলন করছেন শিক্ষকরা। এ নিয়ে আলোচনা করতে তাদের পাঁচ সদস্যের প্রতিনিধি দল শিক্ষা মন্ত্রণালয়ে প্রবেশ করেছেন।
সোমবার (২৮ এপ্রিল) বেলা ১২টার পর তারা সচিবালয়ে প্রবেশ করেন। তারা সচিবালয়ের ৬ নম্বর ভবনে অবস্থান করছেন বলে জাানা গেছে।
এ বিষয়ে শিক্ষক মো. রাশেদ মোশাররফ বলেন, ‘নীতিমালা অনুযায়ী বদলি প্রক্রিয়া চালুর দাবিতে প্রেস ক্লাবের সামনে আমরা শান্তিপূর্ণ কর্মসূচি পালন করছিলাম। পরে পুলিশের একটি প্রতিনিধি দল আমাদের সচিবালয়ে নিয়ে এসেছেন। আমরা এখন শিক্ষা মন্ত্রণালয়ে অবস্থান করছি।’
আরো পড়ুন: ধর্ষণের ন্যায়বিচারের জন্য কিছুটা অপেক্ষা করতে হতে পারে: আইন উপদেষ্টা
এর আগে সোমবার সকাল থেকে বেসরকারি শিক্ষক নিয়োগের ষষ্ঠ গণবিজ্ঞপ্তি প্রকাশের আগে নীতিমালা অনুযায়ী বদলি বাস্তবায়নের দাবিতে প্রেস ক্লাবের সামনে জড়ো হন শিক্ষকরা। এ সময় তারা নানা ধরনের স্লোগান দেন।