২৯ জানুয়ারি ২০১৯, ১৭:৩৪

শিক্ষামন্ত্রী দুইজন!

ওয়েবাইটের তথ্য  © টিডিসি ফটো

চলতি বছর আওয়ামী লীগ সরকার গঠন করার পর নতুন মন্ত্রীসভা ঘোষণা করে। এতে শিক্ষামন্ত্রীর দায়িত্ব পান সাবেক পররাষ্ট্রমন্ত্রী ডাঃ দীপু মনি। তবে শিক্ষা মন্ত্রণালয়ের ওয়েবসাইটে তার পাশাপাশি এখনো শিক্ষামন্ত্রী হিসেবে বহাল আছেন পূর্ববর্তী মন্ত্রীসভার দায়িত্ব পালন করা শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। ওয়েবসাইটের কাভার ফটো হিসেবে থাকা অধিকাংশ ছবি ও তথ্যগুলোও বেশ ব্যাকডেটেড।

ওয়েবসাইট ঘেঁটে দেখা গেছে, মন্ত্রণালয় সম্পর্কিত তথ্য পাতায় মন্ত্রী হিসেবে নুরুল ইসলাম নাহিদের সংক্ষিপ্ত পরিচিতি বর্ণিত রয়েছে। এই পাতার ডান পাশের উপরের অংশে মন্ত্রী হিসেবে ডাঃ দীপু মনির ছবি থাকলেও ছবির নিচে বিস্তারিত অংশে ক্লিক করলে আসছে নুরুল ইসলাম নাহিদের পরিচিতি।

বিষয়টি সম্পর্কে জানতে চাইলে শিক্ষা মন্ত্রণালয়ের তথ্য কর্মকর্তা. মো. আফরাজুর রহমান দ্যা ডেইলি ক্যম্পাসকে জানান, আগের মন্ত্রীর তথ্য এভাবে থাকার কথা না। তারপরও যদি থেকে থাকে, সিস্টেম অ্যানালিস্টের সাথে কথা বলে হালনাগাদ করা হবে।  

ওয়েবসাইটে পাওয়া তথ্যমতে, শুধু মন্ত্রীর তথ্য নয়, মন্ত্রণালয়ের ওয়েবসাইটের অন্যান্য মেনুও হালনাগাদ করা হয়নি গত দুই বছর ধরে।  ওয়েবসাইটের নিচের ফোটার অংশে দেয়া তথ্যমতে, সাইটটি সর্বশেষ হালনাগাদ করা হয়েছে চলতি বছরের ৮ জানুয়ারি। তবে সাইট ঘুরে হালনাগাদের ছিটেফোঁটাও চোখে পড়েনি। হোম পেইজের খবর অংশে ক্লিক করে দেখা যায়, এ অংশে চারটি খবর প্রকাশিত হয়েছে। এ চারটির সবগুলোই ২০১৭ সালের জুলাই মাসে প্রকাশিত। হোম পেইজের স্লাইডে প্রকাশিত ১০টি ছবির সবগুলোই দুই বছর আগের। অন্যান্য পাতায় দেয়া তথ্য গুলোও ২০১৭ সালের পর হালনাগাদ করা হয়নি।  প্রেস ও মিডিয়া অংশেও দেখা গেছে একই অবস্থা। এই বিভাগে সবশের্ষ ২০১৮ সালের মে মাসে একটি সংবাদ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়।

এ বিষয়ে মো. আফরাজুর রহমান বলেন, মন্ত্রণালয়ের অধীনে থাকা বিভাগগুলো তথা কারিগরি ও মাদ্রাসা এবং মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের জন্য আলাদা ওয়েবসাইট করা হয়েছে। তাদের সাইটগুলো আপডেট। আর এ কারণেই মূল ওয়েবসাইটে আগের কিছু তথ্য থাকতে পারে। তারপরও আগের মন্ত্রীর তথ্য এভাবে থাকার কথা না। সিস্টেম অ্যানালিস্টের সাথে কথা বলে তথ্যটি হালনাগাদ করা হবে বলে জানান তিনি।

প্রসঙ্গত, চলতি বছরের ৭ জানুয়ারি দেশের প্রথম নারী শিক্ষামন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেন ডা. দীপু মনি। এর আগে ২০০৮ সালের মন্ত্রীসভায় দীপু মনি পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব পালন করেন।

শিক্ষা সংশ্লিষ্টদের ভাষ্য, ২০০৯ সালে ক্ষমতায় আসা আওয়ামী লীগ সরকারের নির্বাচনী ইশতেহারের প্রধান বিষয় ছিল ২০২১ সালের মধ্যে দেশকে তথ্যপ্রযুক্তি নির্ভর ডিজিটাল বাংলাদেশ হিসেবে গড়ে তোলা। কিন্তু সেখানে ২০১৯ সালে এসে দেশের গুরুত্বপূর্ণ একটি মন্ত্রণালয়ের ওয়েবসাইটের এমন বেহাল দশা ডিজিটাল বাংলাদেশের লক্ষ্যমাত্রাকে প্রশ্নবিদ্ধ করেছে। তাছাড়া শিক্ষাব্যবস্থাও ক্রমাগত প্রযুক্তি নির্ভর হচ্ছে। তবে সে শিক্ষা ব্যবস্থা যদি মন্ত্রণালয়ের ওয়েবসাইটের মতো পিছিয়ে পড়া হয় তবে তা নতুন প্রজন্মের জন্য বিব্রতকর হবে।