১৬ জানুয়ারি ২০১৯, ১৯:৩০

শিক্ষামন্ত্রী ও উপমন্ত্রীকে নন-এমপিও শিক্ষকদের ফুলেল শুভেচ্ছা

শিক্ষামন্ত্রী ডা. দীপু মনিকে ফুলেল শুভেচ্ছো জানান নন-এমপিও শিক্ষক নেতারা

নব নিযুক্ত শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি, শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী এবং শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ানকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জ্ঞাপন করেছে নন-এমপিও শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষক-কর্মচারী ফেডারেশন। আজ বুধবার মন্ত্রীসভার এই নতুন সদস্যদের সাথে সৌজন্য সাক্ষাৎ এবং শুভেচ্ছা জানান সংগঠনটির কেন্দ্রীয় নেতৃরা।

এসময় উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি অধ্যক্ষ গোলাম মাহমুদুন্নবী ডলার, সাধারণ সম্পাদক অধ্যক্ষ ড. বিনয় ভূষণ রায়, সিনিয়র সহ-সভাপতি মো. শফিকুল ইসলাম, সহ-সভাপতি অধ্যক্ষ আব্দুল হামিদ, অধ্যক্ষ দেব প্রসাদ মন্ডল, সাংগঠনিক সম্পাদক শওকত হায়াত প্রধান বাবু, সোহরাব হোসেন, প্রচার সম্পাদক এইচ এম ফিরোজ আহমেদসহ সংগঠনের প্রায় অর্ধশতাধিক কেন্দ্রীয় নেতা।

শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরীকে ফুলেল শুভেচ্ছো জানান নন-এমপিও শিক্ষক নেতারা

 

শিক্ষক নেতাদের অনুরোধের প্রেক্ষিতে সারাদেশের নন-এমপিও শিক্ষা প্রতিষ্ঠান দ্রুত এমপিওভুক্তির কার্যকর ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন মন্ত্রীরা।