০৯ জানুয়ারি ২০১৯, ১২:৫৪

শিক্ষা ও গণপূর্ত মন্ত্রীকে ইউজিসি চেয়ারম্যানের শুভেচ্ছা

শিক্ষামন্ত্রী ডা. দীপু মনিকে ফুলেল শুভেচ্ছা জানান ইউজিসির চেয়ারম্যান

নতুন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি, গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী শ ম রেজাউল করিম এবং শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেলকে মঙ্গলবার বাংলাদেশ সচিবালয়ে ফুলেল শুভেচ্ছা জাানান বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান প্রফেসর আবদুল মান্নান।

গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রী শ ম রেজাউল করিমকে ফুলেল শুভেচ্ছা জানান ইউজিসির চেয়ারম্যান

 

টানা তৃতীয়বারের মতো সরকার গঠন করেছে আওয়ামী লীগ। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে নতুন মন্ত্রিসভায় ২৪ জন মন্ত্রী, ১৯জন প্রতিমন্ত্রী এবং তিনজন উপমন্ত্রীর রয়েছেন। গত সোমবার বঙ্গভবনে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ তাদের শপথ বাক্য পাঠ করান। উল্লেখ্য বাংলাদেশে প্রথমবারের মত একজন নারী শিক্ষামন্ত্রী হলেন।

শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেলকে ফুলেল শুভেচ্ছা জানান ইউজিসির চেয়ারম্যান