শিক্ষামন্ত্রী নাহিদের বিদায় সংবর্ধনা
বিদায়ী শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদের সম্মানে এক বিদায় অনুষ্ঠানের আয়োজন করা হয়। সোমবার সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয়ের সভাকক্ষে অনুষ্ঠিত এ আয়োজনে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব মো. সোহরাব হোসাইন, কারিগরি ও মাদ্রাসা ভিাগের সচিব মো. আলমগীরসহ মন্ত্রণালয় ও বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
সভায় মন্ত্রণালয়ের দু’টি বিভাগের পক্ষ থেকে দুই সচিব এবং বিভিন্ন দপ্তরের প্রধানগণ ফুল দিয়ে মন্ত্রীকে বিদায়ী শুভেচ্ছা জানান। এসময় মন্ত্রী মন্ত্রণালয়ে দায়িত্ব পালনকালে তাকে সহযোগিতা করার জন্য সবাইকে ধন্যবাদ জানান এবং কৃতজ্ঞতা প্রকাশ করেন।
রবিবার মন্ত্রিপরিষদ সচিব মো. শফিউল আলম নতুন সরকারের নতুন মন্ত্রিসভা গঠনের কথা জানান। ৪৬ সদস্যের এই মন্ত্রিসভায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ছাড়া ২৪ জন মন্ত্রী, ১৯ জন প্রতিমন্ত্রী ও তিনজন উপমন্ত্রী থাকছেন। এর মধ্যে শিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্ব পাচ্ছেন ডা. দীপু মনি। যিনি বাংলাদেশের ইতিহাসে এই মন্ত্রণালয়ের দায়িত্ব পাওয়া প্রথম নারী।