বাড়তি টাকা আদায় বন্ধে স্কুল-কলেজের টিউশন ফি নীতিমালা জারি
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ০৩ নভেম্বর ২০২৪, ১০:৪৬ PM , আপডেট: ০৩ নভেম্বর ২০২৪, ১০:৪৬ PM
বাড়তি টাকা আদায় বন্ধে বেসরকারি স্কুল-কলেজের টিউশন ফি নীতিমালা-২০২৪ প্রকাশ করেছে শিক্ষা মন্ত্রণালয়। বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে একক খাতে বাৎসরিক আদায় ১০ লাখ টাকার অধিক হলে এই খাতের জন্য আলাদা ব্যাংক হিসাব খুলতে হবে বলে নীতিমালায় নতুন করে সংযোজন করা হয়েছে।
রবিবার (৩ নভেম্বর) মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ কর্তৃক টিউশন ফি নীতিমালার পরিপত্র জারি করা হয়।
পরিপত্রে বলা হয়েছে, নীতিমালাটি শিক্ষা মন্ত্রণালয়ে মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের আওতাধীন সব এমপিওভুক্ত ও নন-এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানের ক্ষেত্রে প্রযোজ্য হবে। নীতিমালার ২.৫ অনুচ্ছেদে কোন পর্যায়ের শিক্ষাপ্রতিষ্ঠানে কারা কমিটিতে থাকবেন এবং কীভাবে টিউশন ফি নির্ধারণ করবেন, তা উল্লেখ করা হয়েছে।
পাশাপাশি শিক্ষাপ্রতিষ্ঠানের অবস্থান, ধরন, অভিভাবকদের সামাজিক ও আর্থিক অবস্থা বিবেচনায় রেখে মাসিক বেতন বা টিউশন ফি নির্ধারণ করতে হবে বলেও নীতিমালায় উল্লেখ করা হয়েছে।
নীতিমালা অনুযায়ী, ঢাকাসহ দেশের বিভিন্ন মহানগরে অবস্থিত শিক্ষপ্রতিষ্ঠানের টিউশন ফি নির্ধারণ কমিটির প্রধান হবেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার (শিক্ষা ও আইসিটি/সার্বিক)। তাছাড়া এ কমিটিতে ডিসির প্রতিনিধি, মাউশির আঞ্চলিক উপ-পরিচালকসহ ১০ জন সদস্য থাকবেন।
জেলা সদর, পৌর এলাকা ও উপজেলা এলাকার কমিটিতে সভাপতি থাকবেন জেলা প্রশাসক। দুজন অধ্যক্ষ, দুজন প্রধান শিক্ষক, একজন শিক্ষা কর্মকর্তাসহ মোট সাতজন সদস্যের কমিটি করতে হবে।
সংশ্লিষ্ট শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অক্টোবর মাসের মধ্যে বিভিন্ন ক্যাটাগরির প্রতিনিধি নির্বাচন করে কমিটির সভাপতিকে অবহিত করবে।