০১ অক্টোবর ২০২৪, ১৮:৫৬

ইনডেক্সধারীদের গণবিজ্ঞপ্তিতে আবেদনের সুযোগ প্রসঙ্গে যা বলছে মন্ত্রণালয়

শিক্ষা মন্ত্রণালয়  © ফাইল ছবি

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মরত ইনডেক্সধারী শিক্ষকদের বদলির কোনো ব্যবস্থা নেই। গণবিজ্ঞপ্তিতে আবেদনের মাধ্যমে প্রতিষ্ঠান পরিবর্তনের সুযোগ পেতে তারা। তবে এমপিও নীতিমালার ৭ নম্বর ধারার কার্যকারিতা বাতিল করায় সে সুযোগও বন্ধ হয়ে যায়। প্রতিষ্ঠান পরিবর্তনের সুযোগ না থাকায় বিপাকে পড়েছেন তারা।

শিক্ষকদের দুর্দশনা নিয়ে দ্যা ডেইলি ক্যাম্পাস শিক্ষা মন্ত্রণালয়ের বেসরকারি মাধ্যমিক শাখার একাধিক কর্মকর্তার সঙ্গে কথা বলেছে। তারা বলছেন, বেসরকারি শিক্ষকদের বদলি না থাকায় তারা চরম মানবেতর জীবনযাপন করছেন। বিষয়টি মন্ত্রণালয় অবগত। তবে নানা জটিলতায় বদলি চালু করা যাচ্ছে না।

কর্মকর্তারা বলছেন, এনটিআরসিএ’র সুপারিশে নিয়োগ পাওয়া শিক্ষকদের বদলির বিষয়টি মানবিক ভাবে দেখা হচ্ছে। তবে শিক্ষকরা সর্বজনীন বদলির দাবি করায় সেটি হয়ে উঠছে না।

নাম অপ্রকাশিত রাখার শর্তে শিক্ষা মন্ত্রণালয়ের শীর্ষ এক কর্মকর্তা দ্যা ডেইলি ক্যাম্পাসকে বলেন, এমটিও নীতিমালার ৭ নম্বর ধারা বাতিল করার পেছনে অনেকগুলো কারণ রয়েছে। এর মধ্যে, শিক্ষক সংকট দূর করা, বেকারদের চাকরির ব্যবস্থা অন্যতম। গণবিজ্ঞপ্তিতে ইনডেক্সধারীদের আবেদনের সুযোগ থাকায় শিক্ষক সংকট দূর হচ্ছিল না।

কীভাবে সংকট কাটছিল না? এমন প্রশ্নের জবাবে ওই কর্মকর্তা আরও বলেন, ইনডেক্সধারীদের নম্বর অনেক বেশি। তারা গণবিজ্ঞপ্তিতে আবেদন করলে পদগুলো পূরণ হয়ে যেত। ফলে যারা সদ্য নিবন্ধন সনদ অর্জন করেছে তারা বাদ পড়ে যেতেন। এছাড়া ইনডেক্সধারীর পূর্বের প্রতিষ্ঠানের পদটিও শূন্য হয়ে যেত। এ কারণে ইনডেক্সধারীদের গণবিজ্ঞপ্তিতে আবেদনের সুযোগ বাতিল করা হয়েছে। ভবিষ্যতে এটি চালু হওয়ার সম্ভাবনা নেই। তবে এনটিআরসিএ’র সুপারিশে নিয়োগ পাওয়া শিক্ষকদের বদলির বিষয়টি মানবিক ভাবে ভেবে দেখা হচ্ছে।