ইউজিসির তিন সদস্য ও ঢাবি উপ-উপাচার্যের পদত্যাগপত্র গ্রহণ মন্ত্রণালয়ের
দেশের উচ্চশিক্ষার তদারক প্রতিষ্ঠান বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) তিন সদস্য এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) উপ-উপাচার্যের পদত্যাগপত্র গ্রহণ করেছে শিক্ষা মন্ত্রণালয়। বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) আলাদা দুটি প্রজ্ঞাপনে এসব তথ্য নিশ্চিত করা হয়েছে।
প্রজ্ঞাপনে জানানো হয়েছে, বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের পূর্ণকালীন সদস্য অধ্যাপক ড. মুহাম্মদ আলমগীর, অধ্যাপক ড. মো. জাকির হোসেন এবং অধ্যাপক ড. মো. সাজ্জাদ হোসেনের দাখিলকৃত পদত্যাগপত্র সরকার কর্তৃক গৃহীত হওয়ায় কমিশনের পূর্ণকালীন সদস্য পদ হতে তাঁদের অব্যাহতি প্রদান করা হলো।
আরও পড়ুন: সরকারি বিশ্ববিদ্যালয়ে বাড়লেও মৌলিক বিজ্ঞানের শিক্ষার্থী কমছে বেসরকারিতে
এছাড়াও ভিন্ন আরেকটি প্রজ্ঞাপনে মহামান্য রাষ্ট্রপতি ও চ্যান্সেলরের অনুমোদনক্রমে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) উপ-উপাচার্য হিসেবে নিয়োগপ্রাপ্ত প্রফেসর ড. সীতেশ চন্দ্র বাছার-কে উপ-উপাচার্য পদ হতে অব্যাহতিপূর্বক মূল পদে যোগদানের অনুমতি প্রদান করার বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
এর আগে আওয়ামী সরকারের পতনের পর তারা বিভিন্ন কারণ দেখিয়ে পদত্যাগপত্র জমা দিয়েছিলেন।