২৪ আগস্ট ২০২৪, ১৫:৩৯

বিশ্ববিদ্যালয়সহ সব শিক্ষাপ্রতিষ্ঠান আশ্রয়কেন্দ্র হিসেবে ব্যবহারের নির্দেশ সরকারের

বন্যাদুর্গত এলাকা  © সংগৃহীত

বন্যাদুর্গত এলাকার বিশ্ববিদ্যালয়সহ সব ধরনের শিক্ষাপ্রতিষ্ঠানকে অস্থায়ী আশ্রয়কেন্দ্র হিসেবে ব্যবহার করার জন্য সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছে সরকারের শিক্ষা মন্ত্রণালয়। শুক্রবার (২৩ আগস্ট) মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ থেকে এক স্মারকে এ নির্দেশনা দেওয়া হয়েছে।

আরও পড়ুন: টিএসসিতে ত্রাণ সংগ্রহ আজও, মানুষের সাড়া ‘জাতীয় ঐক্যের প্রতীক’

স্মারকে বলা হয়, চলমান বন্যা পরিস্থিতিতে বন্যাকবলিত এলাকায় যে সকল শিক্ষাপ্রতিষ্ঠান আশ্রয় কেন্দ্র হিসেবে ব্যবহারের উপযুক্ত সে সকল শিক্ষাপ্রতিষ্ঠানকে চাহিদা অনুযায়ী অস্থায়ী আশ্রয় কেন্দ্র হিসেবে ব্যবহারের অনুমতির জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য কথা বলা হয়েছে।

বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান ও মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) পরিচালক বরাবর এই স্মারকটি বিতরণ করা হবে বলা এতে বলা হয়েছে।