১৭ আগস্ট ২০২৪, ১৯:০৪

নতুন শিক্ষা সচিব হলেন ড. শেখ আব্দুর রশিদ

ড. শেখ আব্দুর রশিদ  © সংগৃহীত

ড. শেখ আব্দুর রশিদকে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। তিনি আগামী দুই বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ পেয়েছেন।

আজ শনিবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের চুক্তি ও বৈদেশিক নিয়োগ শাখার উপসচিব আব্দুল্লাহ আরিফ মোহাম্মদ স্বাক্ষরিত জারি করা এক প্রজ্ঞাপনে চুক্তিভিত্তিক এই নিয়োগের তথ্য জানানো হয়।

অতিরিক্ত সচিবের দায়িত্বে থেকে অবসরে যাওয়া এই কর্মকর্তা বিসিএস ৮২ ব্যাচের ছিলেন। তিনি আওয়ামী লীগ সরকারের সময়ে অতিরিক্ত সচিব থেকে অবসরে যান বলে জানা গেছে। 

এর আগে শিক্ষা সচিব সোলেমান খানকে সরিয়ে পরিকল্পনা কমিশনের সদস্য (সচিব) হিসেবে বদলি করা হয়। আজ জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।