কোটা নিয়ে বক্তব্য আদালত অবমাননার শামিল: শিক্ষামন্ত্রী
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ০৭ জুলাই ২০২৪, ০১:৩৫ PM , আপডেট: ০৭ জুলাই ২০২৪, ০১:৩৫ PM
কোটা নিয়ে মন্তব্য করা আদালত অবমাননার শামিল বলে উল্লেখ করেছেন শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী। তিনি বলেছেন, আদালত অবমাননাকর বক্তব্য দেয়া আমার পক্ষে সম্ভব নয়।
রোববার (৭ জুলাই) সকাল ১১টায় রাজধানীর ঢাকা রিপোর্টার্স ইউনিটির সদস্যদের মেধাবী সন্তানদের সংবর্ধনা ও বৃত্তি প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
শিক্ষামন্ত্রী বলেন, যেহেতু আমরা সরকারে আছি, তাই আইনের শাসনের প্রতি আমাদের অবশ্যই শ্রদ্ধাশীল থাকতে হবে। কোটার বিষয়টি উচ্চ আদালতে বিচারাধীন। এ বিষয়ে কোনো রায় সর্বোচ্চ আদালত থেকে না আসলে মন্তব্য করা আদালত অবমাননার শামিল।
তিনি বলেন, কোটা নিয়ে একটা পক্ষ অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করতে চায়, এই ফাঁদে পা না দিতে শিক্ষার্থীদের আহ্বান জানান তিনি। বলেন, এর পেছনে গভীর ষড়যন্ত্র আছে কিনা দেখতে হবে। এটি স্থিতিশীলতা বিনষ্ট করার অপচেষ্টা।
শিক্ষামন্ত্রী আরও বলেন, কোটা আন্দোলন নিয়ে দেশে ও দেশের বাইরে অপপ্রচার চালাচ্ছে অনেকে। শিক্ষার্থীরা আন্দোলন করছে, এটা তাদের বাক স্বাধীনতা। এতে প্রতীয়মান হয় দেশে অধিকার চর্চার সুযোগ অবারিত।