বেসরকারি ২৯টি বিশ্ববিদ্যালয়ে ভিসি পদ শূন্য
দেশের ২৯টি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলরের (ভিসি) পদ শূন্য রয়েছে। ৩৫টিতে ট্রেজারার পদ শূন্য আছে। দেশে বর্তমানে ১১৪টি বেসরকারি বিশ্ববিদ্যালয় স্থাপনের অনুমিত দেওয়া হয়েছে; যার মধ্যে ১০৫টি বিশ্ববিদ্যালয়ে শিক্ষা কার্যক্রম চালু আছে।
রবিবার (৯ জুন) সংসদের বাজেট অধিবেশনে মহিলা আসনের এমপি ফরিদা ইয়াসমিনের প্রশ্নের জবাবে শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী এ তথ্য জানান। এসময় স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী সংসদে সভাপতিত্ব করেন।
তিনি আরো বলেন, প্রতিটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে প্রতিটি কোর্সের জন্য মোট ক্রেডিট আওয়ারস ও সেমিস্টার পূর্ব থেকে নির্ধারণ করার মাধ্যমে নির্দিষ্ট সংখ্যক আসনের ভিত্তিতে ছাত্র-ছাত্রী ভর্তি করা হচ্ছে। এর মাধ্যমে শিক্ষার নামে সনদ বাণিজ্য বন্ধ করা হয়েছে।
তিনি বলেন, শিক্ষা সংশ্লিষ্ট সব অনিয়ম বন্ধে কতিপয় অসাধু চক্রের যোগসাজশে পরিচালিত বেসরকারি বিশ্ববিদ্যালয়সমূহের সব আউটার ক্যাম্পাস কার্যক্রম বন্ধ করা হয়েছে। এছাড়াও দূরশিক্ষণে শিক্ষা কার্যক্রম পরিচালনাও বন্ধ করার নির্দেশ দেওয়া হয়েছে। সব বেসরকারি বিশ্ববিদ্যালয়ের প্রোগ্রাম-সিলেবাসের ইউনিফরমিটি আনয়নের লক্ষ্যে স্ট্যান্ডার্ড সিলেবাস গাইডলাইন প্রণয়ন করা হয়েছে।
আরো বলেন, বিশ্ববিদ্যালয়সমূহের উচ্চশিক্ষার গুণগতমান নিশ্চিতকরণে এবং তা বিশ্বমান পর্যায়ে উন্নীতকরণের লক্ষ্যে অ্যাক্রিডিটেশন কাউন্সিল অ্যাক্ট-২০১৭ সালে জাতীয় সংসদে পাস হয়েছে এবং বাংলাদেশ অ্যাক্রিডিটেশন কাউন্সিল বর্তমানে তার কার্যক্রম চালিয়ে যাচ্ছে