বিশ্ববিদ্যালয়ে কর্ম সংশ্লিষ্ট উচ্চশিক্ষা দিতে কাজ করবে কানাডা ও বাংলাদেশ
বিশ্ববিদ্যালয়সমূহে কর্ম সংশ্লিষ্ট এবং শ্রম বাজার সংশ্লিষ্ট উচ্চশিক্ষা ও বৃত্তিমূলক শিক্ষা দেওয়ার জন্য কানাডা ও বাংলাদেশ সরকার একসঙ্গে কাজ করবে। স্মার্ট বাংলাদেশ গড়তে সরকারের নির্বাচনী অঙ্গীকার অনুযায়ী কর্মসংস্থান সৃষ্টিতে এ উদ্যোগ নেওয়া হয়েছে।
রোববার (২৬ মে) সচিবালয়ে শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী এবং বাংলাদেশে সফররত কানাডার ডেপুটি মিনিস্টার অব ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট ক্রিস্টোফার ম্যাক লিনান’র মধ্যে এক দ্বিপাক্ষিক বৈঠকে এ বিষয়ে সিদ্ধান্ত হয়। মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
আরো পড়ুন: বাংলাদেশের সঙ্গে কারিগরি শিক্ষা নিয়ে কাজ করতে আগ্রহী সৌদি আরব
এ সময়ে আরো উপস্থিত ছিলেন বাংলাদেশে নিযুক্ত কানাডার হাই কমিশনার ড. লিলি নিকোলস, বাংলাদেশে নিযুক্ত কানাডার হেড অব কো-অপারেশন (বাংলাদেশ ডেভেলপমেন্ট প্রোগ্রাম) জো গুডিংনস, বাংলাদেশে নিযুক্ত কানাডার হেড অব কো-অপারেশন (রোহিঙ্গা প্রোগ্রাম) বিবেক প্রকাশ, বাংলাদেশে নিযুক্ত কানাডার এ্যাকটিং পলিটিক্যাল কাউন্সিলর সিয়োবহান কার প্রমুখ।