১৭তম নিবন্ধনের নিয়োগবঞ্চিতদের নিয়ে মন্ত্রণালয়ের সভা চলছে
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ২৩ মে ২০২৪, ০২:১৪ PM , আপডেট: ২৩ মে ২০২৪, ০২:১৮ PM
১৭তম শিক্ষক নিবন্ধনে চূড়ান্তভাবে উত্তীর্ণ হয়েও আবেদনের সুযোগবঞ্চিত ৭৩৯ জনের বিষয়ে আলোচনা করতে সভায় বসেছে শিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি। বৃহস্পতিবার (২৩ মে) বেলা ১২টায় এ সভা শুরু হয়।
শিক্ষা মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট শাখার একাধিক কর্মকর্তা দ্যা ডেইলি ক্যাম্পাসকে এ তথ্য নিশ্চিত করেছেন।
জানা গেছে, সভায় সংসদীয় কমিটির সভাপতি সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ৷ শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরীসহ শিক্ষা মন্ত্রণালয়ের উচ্চপর্যায়ের কর্মকর্তারা উপস্থিত রয়েছেন।
এদিকে আবেদনের সুযোগবঞ্চিত ৭৩৯ জন দ্বিতীয় দিনের মতো আন্দোলন করছেন। বৃহস্পতিবার (২৩ মে) সকাল থেকেই আন্দোলন কর্মসূচি শুরু করেন তারা। এদিন কাফনের কাপড় পড়ে রাস্তায় শুয়ে প্রতিবাদ জানান ভুক্তভোগীরা।
কর্মসূচিতে অংশ নেওয়া প্রার্থীরা জানান, ২০২০ সালের জানুয়ারি মাসে ১৭তম নিবন্ধনের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। চূড়ান্ত ফল প্রকাশিত হয় ২০২৩ সালের ডিসেম্বরে। একটি নিবন্ধনের কার্যক্রম শেষ করতে প্রায় চার বছর লেগেছে। এতে তাদের ৭৩৯ জনের বয়স শেষ হয়ে গেছে। তাই এখন তারা আবেদনের সময়সীমা বৃদ্ধির দাবি তাদের।
মানববন্ধনে অংশ নেওয়া আবু ইউসুফ নামে এক প্রার্থী বলেন, আমরা প্রিলি, রিটেন ও ভাইভা দিয়ে চাকরি জীবনে একটি সার্টিফিকেট অর্জন করেছি। অথচ সেই সার্টিফিকেট দিয়ে আমরা চাকরি পাচ্ছি না। এনটিআরসিএ আমাদের জীবন থেকে চারটি বছর কেড়ে নিয়েছে। এনটিআরসিএ আমাদের বিভিন্ন প্রতিষ্ঠানে যেতে বলছে, কিন্তু কোন কাজ হচ্ছে না। আমরা এখন অন্তত একবার হলেও আবেদনের সুযোগ চাই।
তিনি আরও বলেন, আমাদের ন্যায্য দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা ঘরে ফিরবো না। আমাদের আন্দোলন চলছে। দাবি আদায় না হওয়া পর্যন্ত কর্মসূচি চলবে বলেও জানান তিনি।
জানা যায়, বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে ৯৬ হাজার ৭৩৬ শূন্যপদে শিক্ষক নিয়োগের ৫ম নিয়োগ বিজ্ঞপ্তিতে ২৪ হাজারেরও কম প্রার্থী আবেদন করেছে। এতে এনটিআরসিএর নিবন্ধনে পাস করে আমরা ১৭তম শিক্ষক নিবন্ধন দ্বারীদের কপাল পুড়ছে। ২০২০ সালের ১৭তম শিক্ষক নিবন্ধন এর এনটিআরসিএ বিজ্ঞপ্তি প্রকাশ থেকে শুরু করে মৌখিক পরীক্ষার ফলাফল প্রকাশ করতে চার বছরের অধিক সময় অতিবাহিত হয়। যাহা একমাত্র কারণ হচ্ছে করোনা মহামারি। পরে পরিস্থিতি স্বাভাবিক হলেও এনটিআরসিএর খামখেয়ালির কারণে পরীক্ষার আয়োজন করতে ব্যর্থ হয়।
এর আগে, একই দাবিতে এনটিআরসিএ কার্যালয়ের সামনে একাধিকবার মানববন্ধন করেন ১৭তম নিবন্ধনের ৩৫ ঊর্ধ্বরা। এছাড়া আবেদনের সুযোগ চেয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়, শিক্ষা মন্ত্রণালয় এবং এনটিআরসিএ’র চেয়ারম্যান বরাবর স্মারকলিপি দিয়েছেন তারা।