উচ্চশিক্ষার মান নিশ্চিতে শিক্ষাবিদ-পেশাজীবীদের সঙ্গে বিএসির সেমিনার
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ০৬ ফেব্রুয়ারি ২০২৪, ১০:৪৯ PM , আপডেট: ০৬ ফেব্রুয়ারি ২০২৪, ১১:০৬ PM
দেশের উচ্চশিক্ষার মান নিশ্চিতকরণের জন্য বাংলাদেশ অ্যাক্রেডিটেশন কাউন্সিলের (বিএসি) গৃহীত বিভিন্ন কার্যক্রম নিয়ে দেশবরেণ্য শিক্ষাবিদ, পেশাজীবী, গণমাধ্যম ব্যক্তিত্ব, ও সমাজের বিশিষ্টজন এবং উচ্চশিক্ষা প্রতিষ্ঠান পরিচালনার সাথে সংশ্লিষ্টজনদের অংশগ্রহণে একটি সেমিনারের আয়োজন করা হয়েছে।
মঙ্গলবার (৬ ফেব্রুয়ারি) কাউন্সিল কার্যালয়ে অনুষ্ঠিত ‘গুণমান নিশ্চিতকরণ এবং স্বীকৃতি: উচ্চশিক্ষায় একটি নতুন উদ্যোগ’ শীর্ষক এ সেমিনারের কি-নোট পেপার উপস্থাপন করেন কাউন্সিলের পূর্ণকালীন সদস্য অধ্যাপক ড. এস. এম. কবীর। উন্মুক্ত আলোচনা পর্বটি পরিচালনা করেন কাউন্সিলের চেয়ারম্যান অধ্যাপক ড. মেসবাহউদ্দিন আহমেদ।
সেমিনারে উপস্থিত ছিলেন বিশিষ্ট ইতিহাসবিদ ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপক ড. সৈয়দ আনোয়ার হোসেন, ইস্ট ডেল্টা ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক মোহাম্মদ নাজিম উদ্দিন, শের-এ-বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মো. শহীদুর রশিদ ভুইয়া, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক কনক কান্তি বড়ুয়া, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ডিজিটাল ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ মাহফুজুল ইসলাম, সেন্ট্রাল উইমেন ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ড. পারভীন হাসান, ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট বাংলাদেশের মহাসচিব প্রকৌশলী এস এম মঞ্জুরুল হক মঞ্জু, বাংলাদেশ ভেটেরিনারি কাউন্সিলের সভাপতি ডা. মো. মনজুর কাদির, আইইবির চেয়ারম্যান অধ্যাপক এএফএম সাইফুল আমিন, হামদর্দ ইউনিভার্সিটির উপাচার্য ড. এম ফারুক-উজ-জামান, মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ আব্দুছ ছবুর খান, নর্থ বেঙ্গল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির বোর্ড অব ট্রাস্ট্রিজের চেয়ারম্যান রাশেদা খালেক, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগের অধ্যাপক ফরিদ আহমেদ, সিনিয়র সাংবাদিক সুকান্ত গুপ্ত অলক, আলোচক ও সাংবাদিক সুভাষ সিংহ রায়, গবেষক নুরুল আলম পাঠান মিলন ও সাংস্কৃতিকজন সাদেকুর রহমান চৌধুরী পরাগ।
আলোচকগণ দেশের উচ্চশিক্ষার মান নিশ্চিতকরণের জন্য বাংলাদেশ অ্যাক্রেডিটেশন কাউন্সিলের গৃহীত বিভিন্ন কার্যক্রম নিয়ে বিস্তর আলোচনা করেন। এছাড়া আলোচকগণ দেশের উচ্চশিক্ষার গুণগতমান নিশ্চিতকরণে জাতীয় বিশ্ববিদ্যালয়ভুক্ত সরকারি কলেজসমূহের অ্যাক্রেডিটেশন প্রক্রিয়া শুরুর উপর গুরুত্বারোপ করেন। কাউন্সিলের কার্যক্রম গতিশীল করার বিষয়ে গুরুত্বপূর্ণ মতামত এ সেমিনারে আলোচনায় উঠে আসে।