শিক্ষকদের বদলি নিয়ে মন্ত্রণালয়ের কর্মশালা ৩০ জানুয়ারি
বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের (স্কুল ও কলেজ) শিক্ষক ও কর্মচারী আচরণ, শৃংখলা ও আপিল বিধিমালা-২০২৪ এবং এমপিওভুক্ত শিক্ষক বদলি নীতিমালা-২০২৪ সংক্রান্ত কর্মশালা ডেকেছে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ। এতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের উপস্থিত থাকতে বলা হয়েছে। আজ মঙ্গলবার (১৬ জানুয়ারি) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের আয়োজনে আর্ন্তজাতিক মাতৃভাষা ইনস্টিটিউটের সভাকক্ষে আগামী ৩০ জানুয়ারি নির্ধারিত সময়সূচী অনুযায়ী একটি কর্মশালা অনুষ্ঠিত হবে। এমপিওভুক্ত শিক্ষক বদলী নীতিমালা-২০২৪ সংক্রান্ত কর্মশলা হবে বেলা ২টায়। আর বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের (স্কুল ও কলেজ) শিক্ষক ও কর্মচারী আচরণ, শৃংখলা ও আপীল বিধিমালা-২০২৪ সংক্রান্ত কর্মশলা হবে বেলা ৩টায়।
আরো পড়ুন: এইচএসসি পাস ১০ হাজার শিক্ষার্থী পাচ্ছে বৃত্তি, কত টাকা পাবে
কর্মশালায় কিছু কর্মকর্তাকে উপস্থিত থাকার জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হয়েছে। তারা হলেন, মহাপরিচালক, বাংলাদেশ শিক্ষাতথ্য ও পরিসংখ্যান ব্যুরো, (ব্যানবেইস); অতিরিক্ত সচিব (প্রশাসন ও অর্থ), মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ; অতিরিক্ত সচিব (কলেজ); অতিরিক্ত সচিব (বেসরকারি মাধ্যমিক-২); চেয়ারম্যান, বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ); অতিরিক্ত সচিব (উন্নয়ন), মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ; অতিরিক্ত সচিব (পরিকল্পনা); মহাপরিচালক, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর; যুগ্মসচিব (নিরীক্ষা ও আইন); যুগ্মসচিব (প্রশাসন); যুগ্মসচিব (কারিগরি অধিশাখা-২), কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ; যুগ্মসচিব (বেসরকারি মাধ্যমিক অধিশাখা), মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ; যুগ্মসচিব (বাজেট); পরিচালক, পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তর; পরিচালক (কলেজ ও প্রশাসন), মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিষপ্তর; উপসচির (প্রশিক্ষণ); পরিচালক (মাধ্যমিক) এবং উপসচিব (শৃঙ্খলা বিষয়ক শাখা)।