৩য় গণবিজ্ঞপ্তিতে সুপারিশ পাওয়া ৩৫ ঊর্ধ্বরা এমপিওভুক্ত হচ্ছেন
এমপিও নীতিমালা অনুযায়ী বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মরত শিক্ষকদের এমপিওভুক্ত হওয়ার সর্বোচ্চ বয়সসীমা ৩৫ বছর। ৩৫ বছর অতিক্রম হলে কোনো শিক্ষক-কর্মচারীর এমপিওভুক্ত হওয়ার সুযোগ নেই। তবে তৃতীয় গণবিজ্ঞপ্তিতে সুপারিশ পাওয়া শিক্ষকদের ক্ষেত্রে এই নিয়মে ছাড় দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।
তৃতীয় গণবিজ্ঞপ্তিতে নিয়োগের চূড়ান্ত সুপারিশ পাওয়া শিক্ষকদের মধ্যে যাদের বয়স ৩৫ বছর অতিক্রম হয়ে গেছে তাদের এমপিওভুক্ত করার নির্দেশনা দেওয়া হয়েছে। বুধবার (১০ জানুয়ারি) এ নির্দেশনা দেয় শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ।
মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সিনিয়র সহকারী সচিব মোহাম্মদ তৌহিদুল ইসলাম স্বাক্ষরিত নির্দেশনায় বলা হয়েছে, ‘হাইকোর্ট বিভাগের রিট পিটিশন নং-১৩৯/২০১৯ এবং সিভিল পিটিশন ফর লিভ টু আপীল মামলা নং-৩৯০০ / ২০১৯ এর আলোকে এনটিআরসিএর জরুরি বিজ্ঞপ্তিতে এমপিওভুক্তির বিষয়ে কোন বাধা না থাকায় বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ) এর মাধ্যমে ৩য় গণবিজ্ঞপ্তির আওতায় ৩৫ (পঁয়ত্রিশ) ঊর্ধ্ব নিয়োগ সুপারিশপ্রাপ্ত শিক্ষকদের শিক্ষকদের এমপিওভুক্ত করার নির্দেশনা দেওয়া হলো।’
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, তৃতীয় গণবিজ্ঞপ্তির মাধ্যমে সারাদেশের বেসরকারি স্কুল-কলেজ, মাদ্রাসা ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানে ৩৪ হাজারের বেশি শিক্ষক নিয়োগের চূড়ান্ত সুপারিশ পেয়েছেন। এর মধ্যে অনেকের বয়স ৩৫ বছর অতিক্রম হলেও তারা এমপিওভুক্ত হয়েছেন। তবে প্রায় ৭ হাজার শিক্ষক এমপিওভুক্ত হতে পারেননি।
পরবর্তীতে এই প্রার্থীরা হাইকোর্টে রিট করেন। রিটের প্রেক্ষিতে আদালত ৩৫ বছর অতিক্রম হয়ে যাওয়া শিক্ষকদের এমপিওভুক্তির নির্দেশ দেয়। সেই নির্দেশনা অনুযায়ী ৩য় গণবিজ্ঞপ্তিতে নিয়োগের সুপারিশপ্রাপ্ত ৩৫ ঊর্ধ্বো অবশিষ্ট শিক্ষকদের এমপিওভুক্ত করার নির্দেশনা জারি করল শিক্ষা মন্ত্রণালয়।