০৭ জানুয়ারি ২০২৪, ১৭:৪৪

জনগণ স্বতঃস্ফূর্তভাবে ভোট দিয়েছে: শিক্ষামন্ত্রী

সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন শিক্ষামন্ত্রী  © সংগৃহীত

চাঁদপুর-৩ আসনে নৌকার প্রার্থী ও শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, কেন্দ্রগুলোতে ভোটারের উপস্থিতি প্রমাণ করে মানুষের মধ্যে এই নির্বাচন নিয়ে কতটা আগ্রহ এবং উচ্ছ্বাস রয়েছে। তাই নাশকতা, মানুষ পুড়িয়ে মেরেও এই নির্বাচন বানচাল করতে পারেনি বিএনপি। এই নির্বাচনে জনগণ স্বতঃস্ফূর্তভাবে ভোট দিয়েছে।

আজ রবিবার (৭ জানুয়ারি) বেলা পৌনে বারোটায় ডা. দীপু মনি তার নিজ গ্রাম সদর উপজেলার কামরাঙা সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে উপস্থিত সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে এসব কথা বলেন।

ডা. দীপু মনি বলেন, আমাদের দেশের মানুষ গণতন্ত্রে বিশ্বাসী। তারা গণতন্ত্রের চর্চা হিসেবে ভোটে অংশগ্রহণ করেছে। আমি আসার পথে কেন্দ্রগুলোতে মানুষকে দলে দলে এসে ভোট দিতে দেখেছি। গত ১৫ বছর আমি মানুষের জন্য কাজ করেছি। এবারও মানুষ আমাকে জয়যুক্ত করবে বলে আমি আশাবাদী।

এ সময় লাইন দাঁড়িয়ে ভোট দেওয়ার জন্য অপেক্ষা করেন ডা. দীপু মনি। পরে নিজের ভোটাধিকার প্রয়োগ করেন তিনি।