১৪ আগস্ট ২০১৮, ১৪:৫৩

গোলাম সারওয়ারের মৃত্যুতে শিক্ষামন্ত্রীর শোক

সাংবাদিক গোলাম সারওয়ার।  © সংগৃহীত

বিশিষ্ট সাংবাদিক দৈনিক সমকাল সম্পাদক গোলাম সারওয়ারের মৃত্যুতে গভীর শোক ও দূঃখ প্রকাশ করেছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ।

আজ এক শোক বার্তায় শিক্ষামন্ত্রী বলেন, গোলাম সারওয়ার এদেশের সাংবাদিকতা জগতের একজন কৃতি ও স্বনামধন্য ব্যক্তি হিসেবে স্বীকৃত ছিলেন। পেশাগত দক্ষতা ও উৎকর্ষতার  জন্য তিনি সকলের কাছে বরণীয় ছিলেন। সাংবাদিকতা পেশায় তাঁর অভাব সহজে পূরণ হবার নয়।

শিক্ষামন্ত্রী মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি আন্তরিক সমবেদনা জানান।