২৭ অক্টোবর ২০২৩, ০৯:৩২

কক্সবাজারে মেরিন বিশ্ববিদ্যালয় স্থাপনের অগ্রগতি জানতে চায় মন্ত্রণালয়

কক্সবাজারের মেরিন ড্রাইভ রোড  © ফাইল ছবি

কক্সবাজারে বিশেষায়িত মেরিন বিশ্ববিদ্যালয় স্থাপনের সিদ্ধান্তের অগ্রগতি জানতে চেয়েছে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সমন্বয় শাখা। মন্ত্রণালয়ের বিশ্ববিদ্যালয় অনুবিভাগের প্রধানকে এ বিষয়ে অগ্রগতি জানাতে বলা হয়েছে।

বৃহস্পতিবার মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সমন্বয় শাখার উপসচিব (অতিরিক্ত দায়িত্ব) মো. আব্দুল্লাহ আল মাসউদ স্বাক্ষরিত সভার কার্যবিবরণী থেকে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, গত ৩ সেপটেম্বর মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব মো. আমিন উল আহসানের সভাপতিত্বে অনুষ্ঠিত জেলা প্রশাসন সম্মেলন অনুষ্ঠিত হয়। একই দিন ২০১৮-২০২২ সালে অনিষ্পন্ন/বাস্তবায়নাধীন প্রস্তাব বাস্তবায়ন সংক্রান্ত সভা অনুষ্ঠিত হয়। সেই সভার কার্যবিবরণী থেকে এ তথ্য জানা গেছে। 

আরও পড়ুন: কারিগরি বিশ্ববিদ্যালয় স্থাপনের অগ্রগতি জানতে চায় মন্ত্রণালয়

সভার কার্যবিবরণী থেকে জানা গেছে, কক্সবাজারের জেলা প্রশাসক নিজ জেলার ভৌগলিক অবস্থা বিবেচনা করে সেখানে বিশ্ববিদ্যালয় স্থাপনের প্রস্তাব করেন। এটি পরীক্ষা-নিরীক্ষা করে পরবর্তী ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়। নির্দেশনাটি পরবর্তীতে বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) কাছে পাঠানো হয়। এ বিষয়ে ইউজিসি আইন ১৯৭৩ এর ৫ (১) (g) অনুযায়ী মতামত দেওয়ার কথা বলা হয়।

মন্ত্রিপরিষদ বিভাগের প্রাথমিক মতামত অনুযায়ী সিদ্ধান্তটি বাস্তবায়নের সর্বশেষ অগ্রগতি জানানোর নির্দেশনা দেওয়া হয়েছে। এ বিষয়ে শিগগিরই মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের বিশ্ববিদ্যালয় অনুবিভাগকে মতামত জানাতে বলা হয়েছে।

এদিকে সম্প্রতি কক্সবাজারে একটি বিশেষায়িত বিশ্ববিদ্যালয় স্থাপন করা যাবে জানিয়ে নিজেদের মতামত শিক্ষা মন্ত্রণালয়কে জানিয়েছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন।