০৮ আগস্ট ২০১৮, ১৪:০১

এতিমদের ২৪ বছর পর্যন্ত কারিগরি শিক্ষা দেয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী শেখ হাসিনা।  © সংগৃহীত

বর্তমানে এতিমদের নিবাসে রাখা হয় ১৮ বছর বয়স পর্যন্ত। এখন থেকে ২৪ বছর পর্যন্ত এতিমদের নিবাসে রাখার ব্যবস্থা নেয়ার কথা বলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এই সময় তাদের কারিগরি শিক্ষা দিয়ে স্বাবলম্বী করার নির্দেশও দিয়েছেন প্রধানমন্ত্রী।

মঙ্গলবার (৭ আগস্ট) ঢাকায় শেরে-বাংলানগরে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় প্রধানমন্ত্রী এসব কথা বলেন। 

একনেক সভায় মোট ১১টি প্রকল্পের অনুমোদন দেয়া হয়েছে। এর মধ্যে ‘সরকারি শিশু পরিবার এবং ছোটমনি নিবাস নির্মাণ/পুনর্নির্মাণ’ প্রকল্পও রয়েছে। এ প্রকপ্লে ব্যয় হবে ২৯৫ কোটি ৭২ লাখ টাকা। পুরোটাই সরকারি তহবিল।

এই প্রকল্প অনুমোদনের সময় প্রধানমন্ত্রী ওই নির্দেশনা দেন। সভা শেষে পরিকল্পনামন্ত্রী আহম মুস্তফা কামাল প্রধানমন্ত্রীর নির্দেশনার কথা সাংবাদিকদের সামনে উপস্থাপন করেন।

তিনি জানান, এ সময় বাংলাদেশ তাঁত বোর্ডের আওতায় পাঁচটি বেসিক সেন্টারে পাঁচটি প্রশিক্ষণকেন্দ্র, একটি ফ্যাশন ডিজাইন ইনস্টিটিউট এবং দুটি মার্কেট প্রমোশন কেন্দ্র স্থাপন’ প্রকল্পের অনুমোদন দেয়া হয়।

এ সময় আ হ ম মুস্তফা কামাল বলেন, এতিম শিশুদের ২৪ বছর পর্যন্ত ছোটমনি নিবাসে রাখার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। এতিমদের জন্য ছোটমনি নিবাস নির্মাণে আরও প্রকল্প হাতে নিতে বলেছেন সরকারপ্রধান। ২৪ বছর পর্যন্ত এতিম শিশুরা এখানে থেকে যেন তাদের কারিগরি শিক্ষা সম্পন্ন করতে পারে এবং নিজের পায়ে দাঁড়াতে পারে। পরে যেন এতিম শিশুদের আর রাস্তায় রাস্তায় ঘুরতে না হয়, সেজন্যই প্রধানমন্ত্রী এই নির্দেশনা দিয়েছেন।

সভায় প্রধানমন্ত্রী আরও বলেন, এখন আমরা আর এতিমখানা বলি না আমরা বলি ছোটমনি নিবাস। পরিকল্পনামন্ত্রী জানান, এখন আর আমরা এতিমখানা বলি না।  এর নাম দিয়েছি ‘ছোটমনি নিবাস’। এখানে ১৮ বছর পর্যন্ত তাদের নিরাপদ আবাসনের ব্যবস্থা করা, তাদের জীবনমান উন্নয়ন করা, শিক্ষা ও প্রযোজনীয় প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়েছে।  যেন এতিমরা প্রশিক্ষিত হয়ে দেশের সুনাগরিক হিসেবে গড়ে উঠতে পারে।