শিক্ষাপ্রতিষ্ঠানে অগ্রিম ফি ও বেতন আদায় বন্ধের নির্দেশ
শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার্থীদের নিকট থেকে অগ্রিম ফি আদায় বন্ধের নির্দেশ দিয়েছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি)। কিছু প্রতিষ্ঠান তিন মাসের অগ্রিম বেতনসহ বিভিন্ন ফি নেওয়ায় এ নির্দেশনা দেওয়া হলো। বেসরকারি বেসরকারি নিম্ন মাধ্যমিক, মাধ্যমিক ও স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ এবং প্রধান শিক্ষকদের এ নির্দেশনা দেওয়া হয়েছে।
সহকারী পরিচালক (মাধ্যমিক-২) এস এম জিয়াউল হায়দার হেনরী স্বাক্ষরিত চিঠিতে বলা হয়েছে, ২০২৩ শিক্ষাবর্ষের মাধ্যমিক/সমমানের সকল শ্রেণির বার্ষিক পরীক্ষা/মূল্যায়ন নভেম্বর মাসের মধ্যে সমাপ্ত করার নির্দেশনা প্রদান করা হয়েছে।
আরো পড়ুন: সব জেলায় বিশ্ববিদ্যালয়ের পথে রইলো বাকি ২০
এ অজুহাতে কতিপয় শিক্ষাপ্রতিষ্ঠান হতে অক্টোবর, নভেম্বর ও ডিসেম্বর মাসের বেতনসহ অন্যান্য পাওনাদি শিক্ষার্থীদের নিকট থেকে একসঙ্গে অগ্রিম আদায়ের নোটিশ দেওয়া হয়েছে, যা গ্রহণযোগ্য নয়। সব বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার্থীদের নিকট হতে বেতনসহ অন্যান্য পাওনাদি স্ব স্ব মাসেই গ্রহণ করতে হবে।
এক সঙ্গে একাধিক মাসের পাওনাদি অগ্রিম গ্রহণ করা যাবে না উল্লেখ করে বিষয়টি সংশ্লিষ্ট সবাইকে অনুসরণ করার জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হয়েছে।