০৫ আগস্ট ২০১৮, ১২:২২

শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানদের ডাকছেন শিক্ষামন্ত্রী

লগো

নিরপাদ সড়কের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলনের প্রেক্ষিতে রাজধানীর সকল সরকারি-বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানদের সঙ্গে জরুরি মতবিনিময় সভায় বসতে যাচ্ছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ।

রবিবার বিকাল ৩টায় সেগুনবাগিচার আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট মিলনায়তনে সকল কলেজের (সরকারি-বেসরকারি) অধ্যক্ষ ও উপাধ্যক্ষদের সাথে এবং বিকাল ৫টায় স্কুলের (সরকারি-বেসরকারি) প্রধান শিক্ষক  ও সহকারী প্রধান শিক্ষকদের সাথে জরুরি মতবিনিময় সভা হবে বলে জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।

রবিবার দুপুরে শিক্ষা মন্ত্রণালয় থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়েছে।