০৯ জুলাই ২০১৮, ১৭:২০

ফের আবেদন করতে পারবে একাদশে ভর্তি বঞ্চিতরা

ফাইল ছবি

একাদশ শ্রেণিতে ভর্তির জন্য যারা এখনও আবেদন করেনি কিংবা আবেদন করে কোন শিক্ষাপ্রতিষ্ঠানে নির্বাচিত হয়নি তাদেরকে ফের আবেদনের জন্য সুযোগ দিয়েছে কর্তৃপক্ষ। মঙ্গলবার থেকে আগামী রোববার পর্যন্ত তারা অনলাইনে ভর্তির আবেদন করতে পারবে।

সোমবার আন্ত:শিক্ষা বোর্ড সমন্বয় সাব-কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক মু: জিয়াউল হক এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, একাদশ শ্রেণির ভর্তি নীতিমালা অনুযায়ী ৩টি ধাপে আবেদন প্রক্রিয়া শেষ হয়েছে। এখনও যারা ভর্তি থেকে বঞ্চিত রয়েছে, তাদের আগামী ১০ থেকে ১৫ জুলাই পর্যন্ত নতুন করে আবেদন কার্যক্রম শুরু করা হবে। এখনও যারা আবেদন করেও ভর্তির জন্য মনোনীত হয়নি বা আবেদন করেনি, তারা এ ধাপে আবেদন করতে পারবে। ১৭ জুলাই ফলাফল প্রকাশ করা হবে। এ ধাপে সকল শিক্ষার্থী ভর্তির সুযোগ পাবে।

জানা গেছে, মঙ্গলবার থেকে শুরু হয়ে আগামী রোববার পর্যন্ত শিক্ষার্থীরা অনলাইনে ভর্তির জন্য আবেদন করতে পারবে। নির্বাচিত শিক্ষার্থীদের ফল প্রকাশ ১৭ জুলাই ও ভর্তি ২১ থেকে ২৩ জুলাইয়ের মধ্যে। আবেদন যাচাই বাচাই ও আপত্তি নিষ্পতি ১৬ জুলাই। কলেজ কর্তৃক নিশ্চিতকরণ ২৪ থেকে ২৫ জুলাইয়ের মধ্যে। ১৮ থেকে ২০ জুলাইয়ের মধ্যে ভর্তি নিশ্চায়ন না করলে সিলেকশন ও আবেদন বাতিল বলে গণ্য হবে বলে জানা গেছে।

শিক্ষা বোর্ড সূত্রে জানা গেছে, এ বছর এসএসসি ও সমমানের পরীক্ষায় ১৫ লাখ ৭৬ হাজার ১০৪ জন শিক্ষার্থী পাস করেন। একাদশে মোট আবেদনকারী ছিলেন ১৩ লাখ ১৯ হাজার ৬৭৫ জন। প্রথম পর্যায়ে ১২ লাখ ৩৮ হাজার ২৫২ এবং দ্বিতীয় ধাপে নতুন করে ভর্তির জন্য মনোনীত হয়েছেন দুই লাখ ৪৯ হাজার ৬৪৭ জন।

আর তৃতীয় পর্যায়ে মনোনীত হয়েছেন এক লাখ ৫১২ জন। তবে, জিএপি-৫ পাওয়া ৯১৩ জন ভর্তির সুযোগ পাননি এবং ২৮ হাজার ৬৭৭ জন আবেদন করেও কোনও কলেজে মনোনীত হননি। তাদের জন্যই মূলত শেষ সুযোগ হিসেবে আজ থেকে এ আবেদন নেয়া হবে।