এমপিও নীতিমালায় সামঞ্জস্য আনতে সভা বৃহস্পতিবার
বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের জনবলকাঠামো ও এমপিও নীতিমালায় সামঞ্জস্য আনতে সভা ডাকা হয়েছে। আগামী বৃহস্পতিবার (১ জুন) এই সভা অনুষ্ঠিত হবে।
জানা গেছে, আগামী বৃহস্পতিবার আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে বেলা সাড়ে ১২টায় এই সভা অনুষ্ঠিত হবে। সভায় শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি সভাপতিত্ব করবেন। সভায় শিক্ষা উপমন্ত্রী এবং দুই বিভাগের সচিব উপস্থিত থাকবেন।
সম্প্রতি সভার বিষয়টি জানিয়ে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। বিজ্ঞপ্তিতে স্বাক্ষর করেছেন মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের উপসচিব মো. মিজানুর রহমান।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘‘বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের (স্কুল ও কলেজ) জনবলকাঠামো ও এমপিও নীতিমালা-২০২১ এর বিধিসমূহ স্পষ্টীকরণ/সামঞ্জস্য বিধান/সংশোধনের লক্ষ্যে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনির সভাপতিত্বে আগামী বৃহস্পতিবার বেলা ১২টা ৩০ মিনিটে আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটের সভাকক্ষে এক সভা অনুষ্ঠিত হবে। উক্ত সভায় শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী উপস্থিত থাকবেন। উক্ত সভায় যথাসময়ে উপস্থিত থাকার জন্য সংশ্লিষ্ট সকলকে নির্দেশক্রমে অনুরোধ করা হলো।’’