দেশের সব প্রাথমিক বিদ্যালয়ের নামের আগে ‘সরকারি’ যুক্তের আদেশ
নতুন জাতীয়করণকৃত সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নামের আগে ‘রেজিঃবে/কমিউনিটি/বেসরকারি’ শব্দ বিলুপ্ত ঘোষণা করেছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। সম্প্রতি মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত আদেশ জারি করা হয়েছে। এ আদেশ অবিলম্বে কার্যকর হবে—জানানো হয়েছে আদেশে।
মন্ত্রণালয়ের উপ সচিব মোহাম্মদ কামাল হোসেনের স্বাক্ষরিত ওই আদেশে জানানো হয়েছে, প্রাথমিক বিদ্যালয় (অধিগ্রহণ আইন) ১৯৭৪ এর ৩(১) ধারার প্রদত্ত ক্ষমতাবলে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় থেকে বিভিন্ন স্মারককে ২০১৩, ২০১৪, ২০১৫ ও ২০১৮ সালের সরকারি প্রাথমিক বিদ্যালয় সরকারিকরণ করা হয়।
সরকারি আদেশে সরকারি নিয়ন্ত্রণে নেওয়া বিদ্যালয়গুলোর নামের সঙ্গে সংযুক্ত রেজিঃ বেঃ/কমিউনিটি/বেসরকারি শব্দগুলোর পরিবর্তে ‘সরকারি’ শব্দ প্রতিস্থাপিত হবে এবং যেসব বিদ্যালয়ের নামের সঙ্গে সরকারি শব্দটি সংযোজিত নেই সেখানে ‘প্রাথমিক বিদ্যালয়’ শব্দগুলোর আগে ‘সরকারি’ শব্দ সংযোজিত হবে।