২৩ মে ২০১৮, ১৮:২৫

ঢাবির সহকারী প্রক্টরের দায়িত্বে বদরুজ্জামান

টিডিসি রিপোর্ট: ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সহকারী প্রক্টর (বিজনেস স্টাডিজ অনুষদ) হিসেবে দায়িত্ব পেয়েছেন ট্যুরিজম এন্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের সহযোগী অধ্যাপক ড. মোহাম্মদ বদরুজ্জামান ভূঁইয়া।

বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান এই নিয়োগ দেন বলে নিশ্চিত করেছেন ড. মো. বদরুজ্জামান ভূঁইয়া।

২৩ মে, বুধবার তিনি বলেন, আগে যিনি (সহকারী প্রক্টর) এ পদে দায়িত্ব পালন করেছেন, তার স্থলে আমাকে নিয়োগ দেন ভিসি অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান।

এদিকে, ২২ মে, মঙ্গলবার ড. মো. বদরুজ্জামান ভূঁইয়ার কাছে প্রেরিত বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার স্বাক্ষরিত এক চিঠিতে বলা হয়েছে, ‘বিজনেস স্টাডিজ অনুষদের শূন্য সহকারী প্রক্টর পদে পরবর্তী আদেশ না হওয়া পর্যন্ত ভিসি আপনাকে নিয়োগ করেছেন। আপনি ম্যানেজমেন্ট ইনফরমেশন বিভাগের অধ্যাপক ড. মো. আকরাম হোসেনের স্থলে দায়িত্ব পালন করবেন’।