১৮ মে ২০২৩, ১১:০৬

৬ কলেজে নতুন উপাধ্যক্ষ

শিক্ষা মন্ত্রণালয়  © ফাইল ছবি

দেশের ছয়টি সরকারি কলেজে নতুন উপাধ্যক্ষ পদায়ন দিয়েছে আদেশ জারি করেছে শিক্ষা মন্ত্রণালয়। বিভিন্ন সরকারি কলেজের অধ্যাপক ও সহযোগী অধ্যাপকদের এই পদে পদায়ন করা হয়েছে।

বুধবার (১৭ মে) মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের উপসচিব চৌধুরী সামিনা ইয়াসমিন স্বাক্ষরিত এক আদেশে এই পদায়ন দেওয়া হয়।

আদেশের তথ্য অনুযায়ী, পটুয়াখালী সরকারি কলেজের উপাধ্যক্ষ হয়েছে বরিশাল সরকারি মহিলা কলেজের অধ্যাপক বদরুন্নাহার। নোয়াখালীর সরকারি মুজিব কলেজের উপাধ্যক্ষ পদে পদায়ন পেয়েছেন নোয়াখালীর চৌমুহনী সরকারি সালেহ আহমেদ কলেজের সহযোগী অধ্যাপক মো. মুলকুতের রহমান। 

শরীয়তপুরের জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর সরকারি কলেজের উপাধ্যক্ষ পদে পদায়ন পেয়েছেন একই কলেজের সহযোগী অধ্যাপক মো. অলিউর রহমান। আর ঝিনাইদহের নুরুন্নাহার সরকারি মহিলা কলেজের উপাধ্যক্ষ হিসেবে পদায়ন পেয়েছেন একই জেলার সরকারি কেশব চন্দ্র কলেজের অধ্যাপক মো. আসাদ-উজ-জামান। 

বদলিকৃতদের আগামী ২৩ মের মধ্যে বর্তমান কর্মস্থল থেকে অবমুক্ত হতে বলেছে শিক্ষা মন্ত্রণালয়।